নিরুফা খাতুন: শ্রাবণ মাসে পুণ্যার্থীরা বাঁকে করে জল নিয়ে শিবের মাথায় ঢালেন। সেই ভোলানাথের জল পশুরাজের মাথায় ঢালার চেষ্টা! আলিপুর চিড়িয়াখানায় ঘটেছে এমনকাণ্ড। ভোলাবাবার জল নিয়ে এসে সিংহের গায়ে ছেটানোর অপরাধে কানধরে ওঠবস করানো হল দর্শকদের।
শ্রাবণ মাস চলছে। হেঁটে গঙ্গার জল বয়ে নিয়ে আসছেন পুণ্যার্থীরা। ওই জল নিয়ে গিয়ে ভোলানাথের মাথায় ঢালা হচ্ছে। কিন্তু কলকাতায় গঙ্গার ঘাটে জল নিতে আসা পুণ্যার্থীদের কাছে শ্রাবণী মেলা যেন রথ দেখা কলা বেচা। জল নিতে এসে শহরে দ্রষ্টব্য স্থানগুলি পরিদর্শন করে যাচ্ছেন পুণ্যার্থীরা। রবিবার একদল পুণ্যার্থী জলের বাঁক নিয়ে আলিপুর চিড়িয়াখানা দর্শনে যান। আর পাঁচটা দর্শকদের মতোই টিকিট কেটে চিড়িয়াখানা ঘুরছিলেন তাঁরা। কিন্তু সিংহের খাঁচার সামনে এসে যে কাণ্ড ঘটালেন তা দেখে রীতিমতো হকচকিয়ে যান চিড়িয়াখানার কর্মীরা। পুণ্যার্থীরা বাঁকে থাকা ঘটের জল নিয়ে লোহার খাঁচার ভিতরে হাত ঢুকিয়ে সিংহের গায়ে ছিটাচ্ছিলেন। তা দেখে রে রে করে তেড়ে যান সেখানে থাকা কর্মীরা।
সিংহ শিবের স্ত্রী দুর্গার বাহন। তা বলে শিবের জন্য নিয়ে আসা জল দুর্গার বাহনের গায়ে ছেটানো হবে! ভোলাবাবার ভক্তদের এহেন আচরণ পশুরাজের মোটেও পছন্দ হয়নি। ক্ষুদ্ধ সিংহ হুংকার দিতে দিতে ঘরে ঢুকে যায়। সেই যে ঘরে ঢুকেছে তারপর আর দর্শকদের মুখদর্শন করেনি পশুরাজ। পশুপাখিদের খাঁচায় খাবার ছোড়া বা ইট-পাথর ছোঁড়া নিষিদ্ধ। তা লঙ্ঘন করলে শাস্তি হিসাবে দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হয়। দর্শকদের সচেতন করতে বন্যপ্রাণীদের খাঁচার সামনে বোর্ডেও তা উল্লেখ করা হয়েছে। আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, শ্রাবণ মাসে কয়েকজন পুণ্যার্থী তাদের বাঁকের ঘটে থাকা জল নিয়ে এদিন সিংহকে লক্ষ্য করে ছিটাচ্ছিলেন। তা দেখতে পেয়ে খাঁচার আশপাশে থাকা কর্মীরা সব ছুটে যান। নিরাপত্তারক্ষী ও কিপাররাও চলে যান। তাদের কাছে জরিমানা আরোপ করা হয়। কিন্তু তাঁদের কারও কাছে পর্যাপ্ত টাকা ছিল না। শাস্তি হিসাবে ওঠবোস করিয়ে তাদের সচেতন করে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে এক ব্যাক্তি সিংহের খাঁচায় ঢুকে পড়েছিলেন। হঠাৎ সাধুবেশে এক ব্যক্তি পাঁচিল টপকে সিংহের খাঁচায় ঢুকে পড়েন। পশুরাজ সেই সময় রোদ পোহাচ্ছিলেন। হুলস্থুল পড়ে গিয়েছিল চিড়িয়াখানায়। কর্মীরা গিয়ে পশুরাজের মুখ থেকে তাঁকে উদ্ধার করে এনেছিলেন। তারপর থেকে সিংহের খাঁচায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাঁচিলের উচ্চতাও বাড়িয়ে তোলা হয়েছে।