• ‘আপনারা ট্রাম্পের কথায় চলেন’, পাক অধিকৃত কাশ্মীর দখলে ‘ব্যর্থ’ মোদিকে তুলোধোনা মমতার
    প্রতিদিন | ২১ জুলাই ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও জঙ্গি হামলার ক্ষত এখনও দগদগে। এবার ২১ জুলাই শহিদ মঞ্চে মমতার গলায় পহেলগাঁও জঙ্গি হামলা ও পরবর্তী অপারেশন সিঁদুর প্রসঙ্গ। কেন ভারত পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারল না? সেই প্রশ্ন তুলে মঞ্চ থেকে নাম না করে মোদি ও তাঁর মন্ত্রিসভাকে বিঁধে বললেন, “আপনারা তো ট্রাম্পের কথায় চলেন। আপনাদের কন্ট্রোল করছে আমেরিকার প্রেসিডেন্ট।”

    একুশের মঞ্চ থেকে বাংলার অস্মিতাকে হাতিয়ার করে বিজেপি তথা কেন্দ্রকে আক্রমণ করেছেন মমতা। ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্তার প্রতিবাদে গর্জে উঠেছেন তৃণমূল সুপ্রিমো। বাংলা ভাষার অপমান তিনি বরদাস্ত করবেন না বলে জানিয়ে, ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। এর মাঝেই তাঁর মুখে এল পহেলগাঁও প্রসঙ্গ। নাম না করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধে বলেন, “বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন, আর টেলি প্রম্পটার দেখে দু’টো বাংলা বলবেন? দেশের কী অবস্থা! আপনাদের কন্ট্রোল করছে আমেরিকার প্রেসিডেন্ট। কেন পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না?” 

    প্রসঙ্গত, পহেলগাঁও হামলায় প্রাণ হারিয়েছিলেন নিরীহ পর্যটকরা। এরপরই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত করে ভারত। অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে দেওয়া হয় ৯টি জঙ্গি ঘাঁটি। পাকিস্তানে হামলার দাবি তুলে পালটা আক্রমণ করে শাহবাজ শরিফের দেশের সেনা। উত্তেজনার আবহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দু’দেশের মধ্যে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেন। যদিও ভারত সাফ জানিয়ে দিয়েছিল, আমেরিকা নয়, পাকিস্তানের অনুরোধে সাড়া দিয়েই সংঘর্ষবিরতি ঘোষণা করা হয়। এরপর সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে গিয়ে পাকিস্তানের সন্ত্রাসী মনোভাব তুলে ধরেন। সেই সময়ও বিধানসভায় পাক অধিকৃত কাশ্মীর দখলের প্রসঙ্গ উঠে এসেছিল মমতার মুখে। কিন্তু ভারত-পাক সেই অশান্তির আবহে পিওকে থেকে যায় পিওকে-তেই। সেই কারণেই প্রশ্ন ওঠে, তাহলে কি ট্রাম্পের কথা মতো চলছে মোদি সরকার? একুশের মঞ্চে সেই প্রসঙ্গ আবারও উসকে দিলেন মমতা।

    উল্লেখ্য, এদিনই একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হাজির হয়েছিলেন পহেলগাঁওয়ে নিহত বিতানের মা-বাবা। ছিলেন তেহট্টের শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারের লোকজন। তৃণমূলের তরফে দুই স্বজনহারা পরিবারের হাতে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। 
  • Link to this news (প্রতিদিন)