‘বাংলায় থেকে আমার পোস্টার ছিঁড়বে’, একুশের মঞ্চ থেকে ফুঁসে উঠলেন মমতা
প্রতিদিন | ২১ জুলাই ২০২৫
ধ্রুবজ্যোতি বন্দ্য়োপাধ্যায়: দিনকয়েক আগে দুর্গাপুরে একুশে জুলাইয়ের পোস্টার ছেঁড়ার ঘটনা প্রকাশ্যে এসেছিল। শহিদ দিবসের মঞ্চ থেকে সেই ইস্যুতেও সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “বাংলায় থেকে আমার পোস্টার ছিঁড়বে!” সোশাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে নেতিবাচক ভিডিও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে বলেও সুর চড়ালেন মমতা।
সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হচ্ছে প্রযুক্তি। সোশাল মিডিয়া প্রচারের একটা বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোও সোশাল মিডিয়াকে হাতিয়ার করছে। শাসক-বিরোধী উভয়ের পক্ষ থেকেই আক্রমণাত্মক ভিডিও প্রচার করা হচ্ছে। একুশের মঞ্চ থেকে এদিন তা নিয়ে সুর চড়ান মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি দাবি করেন, কিছু মানুষ শুধুমাত্র অর্থ উপার্জনের আশায় মিথ্যে ভিডিও প্রচার করছে। যার কোনও সারবত্ত্বা নেই। তাঁদের সতর্ক করে দেন তিনি। সাফ বলেন, “সকলের ভিডিও দেখেই বিশ্বাস করবেন না। এখন এআই দিয়ে যে যা খুশি করছে।”
এরপরই পোস্টার ছেঁড়ার প্রসঙ্গে মুখ খোলেন মমতা। বিরোধীদের একহাত নিয়ে তিনি বলেন, “বাংলায় থেকে আমার পোস্টার ছিঁড়বে!” কিন্তু কেন একথা বললেন মমতা? ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। গত ১৮ তারিখ দুর্গাপুর সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে একদিকে বিজেপির তরফে প্রচার, পোস্টারিং চলছিল। তেমনই তৃণমূলের তরফেও চলছিল একুশের প্রস্তুতি। সেইসময় স্রেফ উল্লাস করতেই দুর্গাপুরের একাধিক এলাকায় তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগ ওঠে বিরোধীদের উপর। মনে করা হচ্ছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য।