• গ্র্যান্ড হোটেলে ‘গ্র্যান্ড’ চুরি, উধাও দামি শাওয়ার, সিলিং ফ্যান
    এই সময় | ২১ জুলাই ২০২৫
  • বিলাসবহুল গ্র্যান্ড হোটেলে চুরি। নিরাপত্তারক্ষীদের নাকের ডগা দিয়ে উধাও দামি বেসিন, শাওয়ার, কমোড, কল। এমনটাই জানিয়েছে নিউ মার্কেট থানার পুলিশ। সংস্কারের কাজ চলায় আপাতত বন্ধ রয়েছে এসপ্ল্যানেডের এই পাঁচতারা হোটেল।

    সম্প্রতি হোটেল কর্তৃপক্ষকে একটি রিপোর্ট দেন শিফট ইঞ্জিনিয়ার তুষার নন্দী। রিপোর্টে তিনি জানান, হোটেলের চারতলার একটি হাউসকিপিং প্যান্ট্রি থেকে ২২৮টি শাওয়ারহেড এবং ৮টি সিলিং ফ্যান উধাও হয়ে গিয়েছে। এর পরেই থানায় FIR দায়ের হয়। FIR অনুযায়ী, মেরামতির কাজের জন্য সেই সব খুলে প্যান্ট্রিতে একটি নোংরা ফেলার বড় ব্যাগে রাখা হয়েছিল। ৪২৩ নম্বর রুমের ঠিক উল্টোদিকে রাখা সেই সব জিনিস চুরি গিয়েছে।

    এই প্রসঙ্গে পুলিশের এক কর্তা বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, মেরামতির কাজ চলাকালীন আবর্জনা ফেলার সময়ে এই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে।’ পুলিশ আরও জানিয়েছে, হোটেলের ওই এলাকায় পর্যাপ্ত সিসিটিভি ছিল না। শুধু তাই নয়, গ্র্যান্ড হোটেলে নিরাপত্তার দায়িত্বে ছিলেন একটি বেসরকারি সংস্থার ২০ জন। তার পরেও চুরি হয় বলে দাবি পুলিশের।

    চুরির ঘটনা সামনে আসতেই হোটেল কর্তৃপক্ষও আলাদা করে তদন্ত শুরু করেছে। ইঞ্জিনিয়ারিং, সিকিউরিটি, পারচেজ বিভাগ এবং নির্মাণ শ্রমিকদের গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে।

    প্রসঙ্গত, ২০২৪ সালেই সংস্কার ও মেরামতির জন্যে ১৮ মাস হোটেল বন্ধ রাখার ঘোষণা করেছিলেন গ্র্যান্ড কর্তৃপক্ষ। প্রথম ধাপে ৫০টি রুম ও স্যুইট, সমস্ত রেস্তোরাঁ, ব্যাঙ্কোয়েট মেরামতি হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে আরও এক বছর হোটেল বন্ধ থাকার কথা আছে। এই পর্যায়ে ২০০টি রুম এবং স্যুইট চালু করা হবে। ২০১৮ সালেও একবার মেরামতির জন্য ১৮ মাস হোটেল বন্ধ ছিল।

  • Link to this news (এই সময়)