• বীরভূমে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা মোটরবাইকে আচমকা আগুন, প্রবল যানজট, হলোটা কী?
    এই সময় | ২১ জুলাই ২০২৫
  • রেল গেটের সামনে আচমকা দাউ দাউ করে আগুন ধরল মোটরসাইকেল। নিমেষের মধ্যে তা পুড়ে ছাই। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ বীরভূমের নলহাটি আজিমগঞ্জ লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নলহাটি থানার পুলিশ, রেল পুলিশ এবং দমকল। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় রেল গেটের সামনে প্রবল যানজট হয়।

    পুলিশ সূত্রে খবর, নলহাটিতে একটি মোটরসাইকেল শোরুমের এক কর্মী কোম্পানির কাজে গিয়েছিলেন ওই বাইক নিয়ে। যাওয়ার পথে রেল গেট বন্ধ থাকায় তিনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলেন। তার পরে লেভেল ক্রসিংয়ের গেট খুলতেই তিনি মোটরবাইকে স্টার্ট দিতে যান। সেই সময় আচমকা মোটরবাইক থেকে ধোঁয়া বের হতে থাকে। তখন ওই কর্মী ভয় পেয়ে মোটরবাইক ফেলে রেখে রাস্তার এক পাশে চলে যান। তার পরেই দাউ দাউ করে আগুন ধরে যায় বাইকে।

    খবর দেওয়া হয় নলহাটি থানায়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় নলহাটি থানার পুলিশ এবং রেল পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রেল গেট এলাকায় থাকা লোকজনকে দুর্ঘটনাস্থল থেকে দূরে নিয়ে যাওয়া হয়। এর পর দমকল বাহিনী সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

    এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘রেল গেট পড়েছিল। অনেক গাড়ি দাঁড়িয়েছিল। হঠাৎ করে একটি বাইকে আগুন লেগে যায়। ভয় পেয়ে কেউ আর সামনে যায়নি।’

  • Link to this news (এই সময়)