• ২১ জুলাইয়ের সভা থেকে ফেরার পথে পিষে দিল গাড়ি, মর্মান্তিক মৃত্যু তৃণমূল সমর্থকের
    এই সময় | ২২ জুলাই ২০২৫
  • ধর্মতলায় ২১ জুলাইয়ের সভায় এসেছিলেন। ফেরার সময়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো তৃণমূল সমর্থক মধুসূদন পালের (৭২)। সোমবার সন্ধেয় বর্ধমানের নবাবহাট বাসস্ট্যান্ড সংলগ্ন জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    পুলিশ সূত্রে খবর, মৃত মধুসূদনের বাড়ি পশ্চিম বর্ধমানের কাঁকসায়। এ দিন সকালে বাসে ধর্মতলায় আসেন। ২১ জুলাইয়ের সভায় যোগ দেন। তার পরে বিকেলে তৃণমূল সমর্থকদের সঙ্গেই বাড়ি ফিরছিলেন।

    কাঁকসা যাওয়ার পথে ১৯ নম্বর জাতীয় সড়কে কিছুক্ষণ দাঁড়ায় বাস। তৃণমূল কর্মীরা নেমে জলখাবার খাচ্ছিলেন। তখন রাস্তা পেরনোর জন্য পা বাড়াতেই একটি গাড়ি পিষে দেয় মধুসূদনকে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে মধুসূদনকে মৃত বলে বলে ঘোষণা করেন চিকিৎসক।

    মৃতদেহ ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে পুলিশ। এই প্রসঙ্গে কাঁকসা থানার তরফে জানানো হয়েছে, ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি চলছে। মৃতের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। আকস্মিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

  • Link to this news (এই সময়)