• ভবানীগঞ্জ বাজারে সিলিং থেকে খসে পড়ল চাঙড়, আহত এক
    বর্তমান | ২২ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে চাঙড় খসে পড়ে এবার গুরুতর আহত হলেন এক চশমার দোকানের কর্মচারী। সোমবার সকালে বাজারের গেঞ্জি ও চপ্পলপট্টির সংযোগস্থলে দোকান খুলছিলেন কৃষ্ণ জয়সওয়াল। হঠাৎই তাঁর মাথায় চাঙড় খসে পড়ে। এতে মাথায় তিনি গুরুতর চোট পান। সংজ্ঞা হারিয়ে ফেলেন। এ দেখে অন্য দোকানদাররা তাঁকে তড়িঘড়ি কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তাঁর মাথায় আটটি সেলাই পড়ে। এই ঘটনার পর ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। 

    দীর্ঘদিন ধরেই কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন বিল্ডিংয়ের সিলিং, কার্নিশ, করিডর থেকে চাঙড় খসে পড়ছে। রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে আছে বাজার। ব্যবসায়ীরা কার্যত প্রাণ হাতে নিয়েই ব্যবসা করছেন। এর আগেও চাঙড় খসে আহত হয়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা। ব্যবসায়ীরা বাজার সংস্কারের জন্য বহুদিন ধরেই দাবি জানিয়ে আসছেন। 

    সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি সফরে এসেছিলেন। সেই সময় কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ভবানীগঞ্জ বাজারের বেহাল অবস্থার কথা জানানো হলে এমএসএমই দপ্তরকে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরপর দু’বার বাজারে এসে ইঞ্জিনিয়াররা সবকিছু খতিয়ে দেখে যান। এদিনের ঘটনার কথা ব্যবসায়ীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে বলে দাবি করা হয়েছে। 

    কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজকুমার ঘোষ বলেন, এদিন সকালে ভবানীগঞ্জ বাজারে ছাদের চাঙড় খসে এক দোকান কর্মী আহত হন। তাঁর মাথায় সেলাই পড়েছে। চিকিৎসা করানোর পর বাড়িতে ফিরেছেন তিনি। বাজারের এই অবস্থার জন্য আমরা আতঙ্কের মধ্যে থাকি। এমএসএমই দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে আমাদের ভার্চুয়াল বৈঠক আছে।  সেখানে বিষয়টি তুলে ধরব। 

    কোচবিহারের ভবানীগঞ্জ বাজার বিরাট এলাকাজুড়ে রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে কেনাকাটা করতে আসেন। দীর্ঘদিন ধরে বহু পুরনো এই বাজারটি বেহাল অবস্থায়। অনেকদিন ধরেই সংস্কারের দাবি উঠছিল। এদিনের ঘটনার পর দ্রুত মার্কেট কমপ্লেক্স সংস্কারের দাবি জোরালো হয়েছে। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)