• জলপাইগুড়িতে বালির চরে পাওয়া ডিম ফুটে বেরল কচ্ছপের পাঁচটি বাচ্চা!
    বর্তমান | ২২ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বালির চর থেকে মিলেছিল কচ্ছপের ডিম। সেই ডিম থেকে পাঁচটি বাচ্চা ফুটিয়ে বনদপ্তরের হাতে তুলে দিলেন জলপাইগুড়ির পরিবেশকর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। সোমবার ওই কচ্ছপের বাচ্চাগুলিকে গোরুমারা বন্যপ্রাণী বিভাগের হাতে তুলে দেন তিনি। 

    জলপাইগুড়িতে তিস্তায় ইন্ডিয়ান ফ্ল্যাপশেল প্রজাতির কচ্ছপ দেখা যায়। কিন্তু এখন তাদের সংখ্যা খুবই কম। প্রায় আড়াই মাস আগে জলপাইগুড়ি শহর থেকে কিছুটা দূরে রংধামালিতে নদীর বালির চরে কিছু ডিম দেখতে পান স্থানীয়রা। কাক, শিয়ালের নজর থেকে ওই ডিম বাঁচিয়ে পরিবেশকর্মী বিশ্বজিৎকে খবর দেন তাঁরা। ডিম দেখে চিনতে ভুল হয়নি বিশ্বজিতের। তিনি জানেন, স্ত্রী কচ্ছপ ডিম পাড়ার সময় নরম মাটি বা বালি খোঁজে। ডিম পাড়ার পর বালি বা মাটি দিয়ে ঢেকে রেখে তারপর অন্যত্র চলে যায়। এক্ষেত্রেও সেটাই হয়েছে। কাকপক্ষীর নজরে পড়লে আর রক্ষা পাবে না এই ডিম। ফলে বনদপ্তরের অনুমতি নিয়ে ডিমগুলি বাড়িতে নিয়ে আসেন বিশ্বজিৎ। বালি, জল সহ কচ্ছপের উপযোগী পরিবেশ তৈরি করে সেখানে ওই ডিম ছাড়েন। ৬৫ দিনের চেষ্টায় একে একে ওই ডিম ফুটে বেরিয়ে আসে কচ্ছপের ছানা। অবশেষে তিস্তার পরিচিত পরিবেশে তাদের ফিরিয়ে দেওয়ার জন্য কচ্ছপের বাচ্চাগুলিকে এদিন বনদপ্তরের হাতে তুলে দেন ওই পরিবেশকর্মী।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)