৩১ জুলাইয়ের মধ্যে স্নাতকোত্তরের ফল প্রকাশ করবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়
বর্তমান | ২২ জুলাই ২০২৫
সংবাদদাতা মালদহ: ধাপে ধাপে স্নাতকোত্তর পরীক্ষার চূড়ান্ত পর্যায়ের ফল প্রকাশ করতে শুরু করেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। ফলাফল অত্যন্ত সন্তোষজনক বলে বিশ্ববিদ্যালয়ের তরফে দাবি করা হয়েছে। সম্পূর্ণ ফল ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। একই সঙ্গে প্রকাশ করা হবে বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার ফলও। অর্থাৎ স্নাতকোত্তরের চূড়ান্ত ফল প্রকাশের পরই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিভাগগুলিতে ভর্তির প্রস্তুতি শুরু হয়ে যাবে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামক বিশ্বরূপ সরকার বলেন, আমাদের মোট ২৩টি স্নাতকোত্তর বিভাগ রয়েছে। ইতিমধ্যেই ২১টি বিভাগের ফলই প্রকাশ হয়ে গিয়েছে। ১১ জুলাই থেকে বিভিন্ন দিন বিভিন্ন বিভাগ ফল প্রকাশ করেছে। বাকি রয়েছে পদার্থবিদ্যা এবং গ্রন্থাগার বিজ্ঞান বিষয় দু’টির ফল প্রকাশ। সব মিলিয়ে ওই দু’টি বিভাগে ১২ জন ছাত্রছাত্রী রয়েছেন। ৩১ জুলাইয়ের মধ্যে তাঁদের ফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) যে গাইডলাইন দিয়েছে তা মেনেই নির্ধারিত সময়ের আগে সব ক’টি স্নাতকোত্তর বিভাগের ফলই আমরা প্রকাশ করে দেব। বিশ্বরূপবাবু বলেন, স্নাতকোত্তরে মোটের উপরে আমাদের ফল খুবই ভালো হয়। উত্তীর্ণের হার বিভাগ অনুযায়ী ৯৮ থেকে ১০০ শতাংশ থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে পুর্নমূল্যায়ন না হওয়া পর্যন্ত আমরা সরকারি ভাবে কে কে টপার হলেন তা বিধি মেনেই ঘোষণা করতে পারি না। পরীক্ষা সমূহের নিয়ামক জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির স্নাতক পর্যায়ের চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা আগেই হয়ে গিয়েছে। ফল ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে। অন্যদিকে, স্নাতক স্তরের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা ৬ থেকে ১৪ আগস্ট এবং চতুর্থ সেমেস্টারের পরীক্ষা ২৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে বলেও জানিয়েছেন তিনি। এই সেমেস্টার পরীক্ষাগুলি নতুন জাতীয় শিক্ষানীতি এবং সিবিসিএস (চয়েস বেসড ক্রেডিট সিস্টেম) অনুযায়ী হতে চলেছে বলে পরীক্ষা সমূহের নিয়ামক জানিয়েছেন।