• ভূগর্ভস্থ জলের জোগান ঠিক রাখতে পুকুর সংস্কার কালিয়াগঞ্জ পুরসভার
    বর্তমান | ২২ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, কালিয়াগঞ্জ: কংক্রিটের চাদরে ক্রমেই ঢেকে যাচ্ছে কালিয়াগঞ্জ শহরের অলি-গলি। বিভিন্ন জলাশয় বুজিয়ে দিয়েই তৈরি হচ্ছে বাড়িঘর। তাই জলাশয় বাঁচানোর পাশাপাশি ভূগর্ভস্থ জলের জোগান ঠিক রাখতে উদ্যোগ নিল কালিয়াগঞ্জ পুরসভা।  ইতিমধ্যে কালিয়াগঞ্জ শহরের হাসপাতাল পাড়ায় অমৃত-২ প্রকল্পে  ৭৪ লক্ষ বরাদ্দে মজে যাওয়া পুকুরকে পুনরায় আগের অবস্থানে ফেরানোর কাজ শুরু হয়েছে।

    কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা বলেন, পুরসভার একটি পুকুর মজে গিয়েছিল। কচুরিপানায় ভরা থাকত। সেই পুকুরটিকে সংস্কার করে আগের অবস্থায় ফেরানো হচ্ছে। ইতিমধ্যে পুকুরটি সংস্কার করার পাশাপাশি  ঘাট বাঁধানো হয়েছে। পুকুরের পাড়ের ভাঙন রুখতে পাথর দিয়ে বাঁধানো হয়েছে। পুকুর পাড়ে বসার জায়গা করার পাশাপাশি ছোটো পার্ক করা হচ্ছে। সেখানে লাইটের ব্যবস্থা থাকবে। চেয়ারম্যান আরও বলেন, এই পুকুরের মাধ্যমে বৃষ্টির জল পুনরায় মাটিতে প্রবেশ করবে। কালিয়াগঞ্জে এমনিতেই ভূগর্ভস্থ জলের অভাব রয়েছে। এর মাধ্যমে জল ধরে রেখে তা মাটিতে প্রবেশের উপযোগী করা হচ্ছে। পাশাপাশি এই পুকুরের জল শহরের মানুষ বিভিন্ন পুজোর প্রয়োজনে ব্যবহার করতে পারবে। এই পুকুরে মাছ চাষেরও পরিকল্পনা রয়েছে। কালিয়াগঞ্জ পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশপ্রেমীরা।  শহরের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক নীলমণি সরকার বলেন, পরিবেশকে বাঁচাতে ভূগর্ভস্থ জলের জোগান আরও বৃদ্ধি করতে হবে। পুকুর খালবিল বন্ধ করে দিয়েই বিভিন্ন নির্মাণ কাজ করা হচ্ছে।  বৃষ্টির জল পুনরায় ভূগর্ভে প্রবেশ বন্ধ হচ্ছে। পুরসভা উদ্যোগ নিয়ে যেভাবে পুকুর বাঁচিয়ে ভূগর্ভস্থ জলের জোগান ঠিক রাখতে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। এমন উদ্যোগ আরও নেওয়া প্রয়োজন।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)