বিভিন্ন স্টেশনে অভিযান জিআরপির স্পেশাল দলের, এক সপ্তাহে দুই যুবতী, এক নাবালিকা উদ্ধার
বর্তমান | ২২ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এক সপ্তাহের অভিযানে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশন থেকে এক নাবালিকা এবং দুই যুবতীকে উদ্ধার করল জিআরপির স্পেশাল দল।
প্রথম ঘটনায় অসমের ডিব্রুগড় থেকে দুই যুবতী বাড়ির কাউকে কিছু না জানিয়ে ট্রেনে কেরলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বাড়ির লোকেরা বিষয়টি টের পেতেই দ্রুত পুলিসকে জানান। অসম পুলিসের তরফে সমস্ত থানায় সেটা জানানো হয়। পাশাপাশি বিভিন্ন স্টেশনের জিআরপিকে জানানো হয়। বিষয়টি জানার পর উত্তরবঙ্গের জিআরপি বিভিন্ন স্টেশনে বাড়তি নজরদারি শুরু করে। সোমবার আলিপুরদুয়ার জংশন থেকে অসমের ওই দুই যুবতীকে উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে,কাজ খোঁজার উদ্দেশে তাঁরা বাড়ি ছেড়েছিলেন। তবে তাঁদের কেউ প্রলোভন দেখিয়ে নিয়ে যাচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিস। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকেরা এলে তাঁদের হাতে যুবতীদের তুলে দেওয়া হবে।
অন্যদিকে, গত সপ্তাহে কোচবিহার থেকে এক নাবালিকাকে ফুঁসলিয়ে ট্রেনে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। এরপরই ঘটনাটি নিয়ে জিআরপি এবং পুলিসের দ্বারস্থ হয় পরিবার। খবর পাওয়ার পর প্রত্যেকটি স্টেশনে খবর দেওয়া হয়। নিউ জলপাইগুড়ি স্টেশনে ওই নাবালিকাকে উদ্ধার করা হয় পাশাপাশি এক যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। শিলিগুড়ির জিআরপি সুপার কুনওয়ার ভূষণ সিং জানিয়েছেন, নাবালিকা এবং যুবতীদের একা দেখা গেলে প্রত্যেকটি স্টেশনের জিআরপিকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। কোন উদ্দেশ্য নিয়ে কেউ ফুঁসলিয়ে নিয়ে যাচ্ছে কি না, দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।