সংবাদদাতা, শিলিগুড়ি: বিনা টিকিটে বন্দে ভারত এক্সপ্রেসে চেপে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠল বিজেপি কর্মী, সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় সোমবার এনজেপি স্টেশনে উত্তেজনা ছড়ায়। ঘটনার কথা মেনে নিলেও রেলের তরফে কোনও রাজনৈতিক দলের কর্মী, সমর্থক যুক্ত থাকার কথা স্বীকার করা হয়নি। অভিযোগ, এদিন বন্দে ভারত প্রায় ৫৩ মিনিট দেরিতে ছাড়া হয়েছে। এদিন শিলিগুড়িতে বিজেপির উত্তরকন্যা অভিযান ছিল। বিভিন্ন জায়গা থেকে কর্মী, সমর্থকরা এসেছিলেন। এনজেপি থেকে দুপুর তিনটেয় বন্দে ভারত ছাড়ার আগে দলে দলে লোক ট্রেনে উঠে পড়ে। স্টেশনে থাকা অন্য যাত্রীরা জানান, একদল লোক ট্রেনে উঠে নিজেদের মর্জিমতো আসনে বসে পড়ে। সংশ্লিষ্ট আসনগুলির টিকিট থাকা যাত্রীরা প্রতিবাদ করলে উত্তেজনা ছড়ায়। তাঁরা বিষয়টি স্টেশনের রেলকর্তা ও আরপিএফের নজরে আনেন। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আরপিএফ এবং জিআরপি বিনা টিকিটের কিছু যাত্রীকে নামিয়ে দেয়। তখনও ট্রেনের মধ্যে বিনা টিকিটের অনেক যাত্রী ছিল। উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার এএন ঠাকুর বলেন, বিনা টিকিটের যাত্রী উঠে পড়েছিলেন। ট্রেন ছাড়ার পর টিটি পরীক্ষা শুরু করতেই ধরা পড়ে।