• আবু হেনাকে চোখের জলে শেষ বিদায়, বহরমপুরে কংগ্রেস অফিসে তাঁকে শ্রদ্ধা জানাল সব দল
    বর্তমান | ২২ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি আবু হেনা। রবিবার রাত পৌনে ১১টা নাগাদ সল্টলেকে নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন আবু হেনা। বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলেই দাবি পরিবারের। সোমবার তাঁর দেহ কলকাতা থেকে বহরমপুরে নিয়ে আসা হয়। বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে বেশ কয়েক ঘণ্টা শায়িত থাকে দেহ। সেখানেই প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন কংগ্রেস নেতা ও কর্মীরা। 

    শ্রদ্ধা জানান সিপিএম থেকে বিজেপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। আবু হেনার প্রয়াণে ভারাক্রান্ত মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক মহল। তৃণমূলের বিধায়ক, সাংসদ ও মন্ত্রীরা একুশে জুলাইয়ের কারণে শেষ শ্রদ্ধা জানাতে না এলেও সামাজিক মাধ্যমে প্রত্যেকেই শোক জ্ঞাপন করেছেন।

     শোক প্রকাশ করেন প্রাক্তন সাংসদ কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, আজকে জনপ্রতিনিধি কেনাবেচা, দলত্যাগ করে অন্য দলে শামিল হওয়ার যে রাজনীতি বাংলায় চলছে, তার এক দুর্লভ ব্যতিক্রম ছিলেন আবু হেনা সাহেব। যাঁকে কখনও কোনও প্রলোভন স্পর্শ করতে পারেনি। যাঁকে কখনও কোনও দুর্নীতি স্পর্শ করতে পারেনি। নিষ্ঠার সঙ্গে, পবিত্রতার সঙ্গে, সততার সঙ্গে কংগ্রেস করেছেন। কখনও লালগোলার জনপ্রতিনিধি, কখনও পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, কখনও মুর্শিদাবাদ জেলার সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন। তিনি আজ আমাদের মধ্যে নেই, এটা ভাবতে বেদনায় ক্লিষ্ট হচ্ছি। আমাদের হৃদয়ে গভীর শূন্যতা। আবু হেনা চলে যাওয়া মানে মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে অপূরণীয় ক্ষতি।  তৃণমূল সাংসদ খলিলুর রহমান বলেন, আমাদের ছেড়ে চলে গেলেন লালগোলার প্রাক্তন বিধায়ক আবু হেনা সাহেব। তাঁর অবদান ও নেতৃত্ব আমাদের মনে চিরকাল জাগ্রত থাকবে। আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। 

    প্রবীণ সিপিএম নেতা নৃপেন চৌধুরী শ্রদ্ধা জানিয়ে বলেন, একজন ভালো ব্যক্তিত্ব। রাজনীতির দিক থেকে যে দলই করেন না কেন, তিনি ছিলেন নিষ্ঠাবান রাজনীতিক। শেষ পর্যন্ত কংগ্রেসের আদর্শের প্রতি তাঁর নিষ্ঠা অটল ছিল।  আজকের এই পরিস্থিতিতে তাঁর মৃত্যুতে অনেক ক্ষতি হল।  বিজেপি নেতা শাখরভ সরকার এদিন কংগ্রেস ভবনের সামনে আবু হেনার মরদেহে পুষ্পার্ঘ্য দিয়ে বলেন, বিদগ্ধ রাজনীতিবিদ ছিলেন তিনি। অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান মানুষ ছিলেন আবু হেনা সাহেব। মুর্শিদাবাদ জেলার মাটিতে তার রাজনৈতিক অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।-প্রয়াত কং নেতা আবু হেনার ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)