• ধৃতের ঘর থেকে সাঁইথিয়ায় তৃণমূল নেতা খুনে আগ্নেয়াস্ত্র উদ্ধার
    বর্তমান | ২২ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ঘরের ভিতরে মজুত আলু ও পেঁয়াজের নীচে লুকিয়ে রাখা ছিল তৃণমূল নেতা পীযূষ ঘোষ খুনকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। ধৃত রাহুলের বয়ানের ভিত্তিতে শনিবার গোপীকাঁদর এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে ওই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে সাঁইথিয়া থানার পুলিস। পরবর্তীতে পাঁচদিনের রিমান্ড শেষে সোমবার ধৃত রাহুল ঘোষ এবং সারদামণি মজুমদারকে আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিস পুনরায় রাহুলকে রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। সরকারি আইনজীবী কেশব দেওয়াসী বলেন, তদন্তের স্বার্থে আদালত রাহুলকে পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে। সারদামণিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। জেলা পুলিস সুপার আমনদীপ বলেন, খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তদন্তের স্বার্থে একজনকে পুনরায় হেপাজতে নেওয়া হয়েছে। 

    পুলিস সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১২ তারিখ গভীর রাতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে শ্রীনিধিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষকে খুনের অভিযোগ উঠে। তিনি সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পদেও ছিলেন। খুনের ঘটনায় পুলিসি তদন্ত শুরু হতেই ত্রিকোণ প্রেমের তত্ত্ব প্রকাশ্যে আসে। এরপরই ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে পুলিস এক মহিলা সহ দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতদের হেপাজতে নিয়ে তদন্তের স্বার্থে খুনের ঘটনায় পুনর্নির্মাণ করা হয়। সেইসঙ্গে রাহুলকে জেরা করে খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়। যদিও ওই আগ্নেয়াস্ত্রটি সে কোথা থেকে পেয়েছিল তা এখনও স্পষ্ট নয়। সেক্ষেত্রে ধৃতকে জেরা করে আগ্নেয়াস্ত্রের উৎসের খোঁজ পেতে মরিয়া পুলিস।
  • Link to this news (বর্তমান)