• নিখোঁজ পাঠভবনের ছাত্রী, উদ্বিগ্ন পরিবার
    বর্তমান | ২২ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, শান্তিনিকেতন: বিশ্বভারতীর পাঠভবনে ক্লাস চলাকালীন দশম শ্রেণির এক ছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালে প্রতিদিনের মতো ওই ছাত্রী স্কুলে এসেছিল। এরপর বৈতালিক বা  প্রার্থনাতেও সে অংশ নিয়েছিল। তারপর হাসপাতালে যাওয়ার নামে বেরিয়ে যায়। আর ফিরে আসেনি। ক্লাস চলাকালীন এভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় স্কুল চত্বরে উৎকণ্ঠা ছড়ায়। তার নিখোঁজের ঘটনায় অভিভাবক মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। শতবর্ষপ্রাচীন ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা এত ঢিলেঢালা কেন, কীভাবে ওই ছাত্রী ক্লাস চলাকালীন নিখোঁজ হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। ওই ছাত্রীর বাবা শান্তিনিকেতন থানায় মিসিং ডায়েরি করেছেন। পুলিস জানিয়েছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্কুলের কর্মী ও নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে। যদিও সামগ্রিক বিষয়ে মুখে কুলুপ এঁটেছে পাঠভবন কর্তৃপক্ষ।

    স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ছাত্রীর বাবা পাঠভবনের তবলার গেস্টটিচার। পাশাপাশি ছাত্রদের হস্টেলের ভারপ্রাপ্ত ওয়ার্ডেন হিসেবে রয়েছেন। তিনি শান্তিনিকেতন ক্যাম্পাস সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে থাকেন। এদিন ওই ছাত্রী বৈতালিকে অংশগ্রহণ করে। এরপর ক্লাসে দেখতে না পাওয়ায় তার খোঁজ শুরু হয়। ক্লাস চলাকালীন ওই ছাত্রী কীভাবে বেরিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা।

    অভিভাবকদের একাংশ অভিযোগ করে বলেন, আমরা সন্তানদের স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে চাই। কিন্তু এখানে নিরাপত্তার অভাব রয়েছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে বিশ্বভারতীর নিরাপত্তা বিভাগ। পাঠভবন সূত্রে জানা গিয়েছে,‌ সিসি ক্যামেরায় ওই ছাত্রীকে এদিন বৈতালিকের পর ইউনিফর্ম পরা অবস্থায় ছাতিমতলা সংলগ্ন ফটক দিয়ে বেরতে দেখা গিয়েছে। অসময়ে ছাত্রী বেরনোর ঘটনায় নিরাপত্তারক্ষী তাকে জিজ্ঞাসা করলে শরীর খারাপ বলে জানিয়েছিল সে। স্কুল কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়ে সে পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা করাতে যাচ্ছে বলায় নিরাপত্তারক্ষী তাকে ছেড়ে দেয়। তারপরই নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী। এই ঘটনায় নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। কেন ওই রক্ষী স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত না হয়ে ছাত্রীকে ছেড়ে দিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। ক্যাম্পাস ও রাস্তায় ওই ছাত্রীর গতিবিধি লক্ষ্য করতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিসের এক আধিকারিক জানিয়েছেন। মন-মেজাজ খারাপ রয়েছে বলে ছাত্রীর বাবা কোনও প্রতিক্রিয়া দেননি। 

    পাঠভবনের অধ্যক্ষ বোধিরূপা সিনহা এনিয়ে কিছু বলতে চাননি। ওই ছাত্রী স্কুল থেকে নিখোঁজ হয়নি বলে দাবি বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষের। তিনি বলেন, পুলিস যত দ্রুত সম্ভব ছাত্রীকে উদ্ধার করুক। জেলার পুলিস সুপার আমনদীপ বলেন, অভিযোগ দায়ের হয়েছে। মেয়েটির খোঁজ চলছে। 

    অভিভাবকদের দাবি, যত দ্রুত সম্ভব নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করতে হবে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তারজন্য কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করতে তল্লাশি শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিস।  প্রতীকী ছবি
  • Link to this news (বর্তমান)