আমহার্স্ট স্ট্রিট লুট কাণ্ডে জয়নগর থেকে গ্রেপ্তার ১
বর্তমান | ২২ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা, বারুইপুর: আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় একাকী বৃদ্ধার বাড়ি থেকে সোনার গয়না লুট কাণ্ডে কিনারা করল পুলিস। জয়নগরের দক্ষিণ বারাসতে অভিযান চালিয়ে অভিযুক্ত ফেরিওয়ালাকে গ্রেপ্তার করলেন তদন্তকারীরা। অভিযুক্ত ব্যক্তির নাম মোজাম্মেল পুরকাইত। তার বাড়ি মথুরাপুর থানার অন্তর্গত উত্তর গঙ্গাজল গ্রামে। গোপন সূত্রে পুলিস জানতে পারে অভিযুক্ত মোজাম্মেল দক্ষিণ বারাসতে এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়ে আছে। আমহার্স্ট স্ট্রিট থানার পুলিস জয়নগর থানায় এসে বিষয়টি জানালে উর্দিধারীদের যৌথ টিম দক্ষিণ বারাসত রেলস্টেশন সংলগ্ন ঝাউতলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকেই অভিযুক্ত মোজাম্মেল পুরকাইতকে গ্রেপ্তার করা হয়। ওই বাড়িতেই তল্লাশি চালিয়ে আমহার্স্ট স্ট্রিটের বৃদ্ধা সুপর্ণা ঘোষের ছিনতাই হওয়া তিন লক্ষ টাকা মূল্যের সোনার বালা এবং চেন উদ্ধার করে পুলিস। রাতেই অভিযুক্তকে জয়নগর থানায় নিয়ে আসে তদন্তকারী পুলিসের দল। সে ফেরিওয়ালার ছদ্মবেশে কতদিন এভাবে চুরি, ছিনতাই চালাচ্ছে, তার সঙ্গে আর কারা কারা যুক্ত আছে, সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।