মঞ্চে সম্মান ঝন্টু শেখ ও বিতানের মা-বাবাকে, অর্থ সহায়তা মমতার
বর্তমান | ২২ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝন্টু আলি শেখ এবং বিতান অধিকারীর মা-বাবাকে সম্মান জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের পক্ষ থেকে তাঁদের হাতে এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তাও তুলে দেন তিনি। পহেলগাঁওয়ে পর্যটকদের গুলি করে খুন করেছিল জঙ্গিরা। ওই ঘটনার পরে চিরুনি তল্লাশিতে নেমে উধমপুরে জঙ্গিদের গুলিতে শহিদ হন ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলি শেখ। তিনি নদীয়ার তেহট্টের বাসিন্দা ছিলেন। আবার, পহেলগাঁওয়ে বেড়াতে গিয়ে জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছিলেন কলকাতার বেহালার বাসিন্দা বিতান অধিকারী। সোমবার একুশে জুলাইয়ের সভায় তাঁদের মা ও বাবাকে সঙ্গে নিয়ে মঞ্চে উঠলেন মমতা। তাঁদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান তিনি। জননেত্রী বলেন, ‘এই আর্থিক সহয়তা দিতে আমাদের দলের কর্মীরা ১ টাকা করে দিয়েছেন।’