• কটাক্ষই ভরসা বাম-বিজেপির
    বর্তমান | ২২ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের ঝাঁঝালো বক্তব্যে রাজনৈতিকভাবে বিদ্ধ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিক্রিয়া দিতে দিয়ে কটাক্ষের আশ্রয় নিল সিপিএম-বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বললেন, ‘২০১১ সালে পালাবদল হয়েছিল। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয়নি। মানুষ এই পরিবর্তন চায়নি।’ তিনি আরও বলেন, ‘সব বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গাদের আধার কার্ড দিয়ে ভোটার তালিকায় নাম তুলতে চাইছে। মানুষ তা মেনে নেবে না।’ বিজেপির পাশাপাশি সিপিএমকে মহাশূন্যে পাঠানোর কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার উত্তরে সিপিএম রাজ্য সম্পাদক কটাক্ষ করে বলেন, ‘উনি কি ইলন মাস্কের মতো রকেট তৈরি করছেন?’ সিপিএমের সোশ্যাল মিডিয়াপ্রীতি নিয়েও খোঁচা দিয়েছেন মমতা। এর উত্তরে সেলিম বলেন, ‘সকলে জানে, বিজেপি সোশ্যাল মিডিয়ায় বেশি খরচ করে। তারপর তৃণমূল। কিন্তু আমাদের প্রচার সংগঠিত করে স্বেচ্ছাসেবক, কর্মী বা দলের সঙ্গে যুক্ত নন এমন লোক।’
  • Link to this news (বর্তমান)