• মঞ্চে এনআরসি নোটিস পাওয়া উত্তম, হিমন্তের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন, সমাবেশে প্রশ্ন তৃণমূলের
    বর্তমান | ২২ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাভাষাকে কেন্দ্র করে সম্প্রতি তপ্ত অসম। বিশেষ করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার একটি মন্তব্যকে ঘিরে তোলপাড় রাজনৈতিক ও প্রশাসনিক মহল। হিমন্ত বলেছিলেন, ‘মাতৃভাষা’ বাংলা লিখলে ‘বিদেশি’ (পড়ুন, বাংলাদেশি) চিহ্নিত করতে সুবিধে হবে। তৃণমূল এর প্রতিবাদ জানায়। এই আঙ্গিকে সোমবার একুশে জুলাইয়ের সভামঞ্চ থেকেও অসমের মুখ্যমন্ত্রীকে কড়া জবাব দেয় তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অসমের মুখ্যমন্ত্রী নিজের রাজ্য সামলাতে পারছেন না, আর এখন বাংলায় নাক গলাচ্ছেন! তিনি না থামলে তৃণমূল সাংসদ সুস্মিতা দেবকে বলব, আন্দোলনে নামতে। আমরা সবাই একসঙ্গে রাস্তায় নামব, দেখি আপনি কতজনকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারেন। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাঙালি ও বাংলাভাষাকে আক্রমণ করেছেন হিমন্ত। অথচ বিজেপির শীর্ষ নেতৃত্ব ওঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারলেন না। এদিন একই মঞ্চ থেকে অসমে অনুন্নয়নের তথ্য তুলে ধরেন সাংসদ সুস্মিতা দেব। তাঁর বক্তব্য, অসমে অনুপ্রবেশের ঘটনা সবথেকে বেশি। সেখানে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি কেন? আর এখন সেই বিজেপি বাঙালি ও বাংলাভাষীদের উপর আক্রমণ করছে। এটা খুবই বেদনাদায়ক। তাই ‘বিজেপি হটাও, অসম বাঁচাও’ ডাক দিয়ে আন্দোলনে নামতে হবে। মঞ্চে ছিলেন উত্তমকুমার ব্রজবাসী। তিনি বাংলার কোচবিহারের বাসিন্দা। অথচ তাঁকেই অসমের ফরেনার্স ট্রাইবুনাল এনআরসি নোটিস পাঠিয়েছে! তাঁকে পাশে নিয়ে মমতা বলেন, রাজবংশী সম্প্রদায়ের উত্তমকুমার ৫০ বছর ধরে কোচবিহারের বাসিন্দা। তাঁকে এনআরসি নোটিস পাঠানোর এত সাহস বিজেপির কোথা থেকে আসে? জবাব চাই।
  • Link to this news (বর্তমান)