• উপচে পড়া ভিড় ও গরম এড়াতে ত্রাতা মেট্রো
    আনন্দবাজার | ২২ জুলাই ২০২৫
  • রাজ্যে শাসকদলের একুশে সমাবেশের দিন, সোমবার পথে ভিড় ও গরমে যাত্রীদের কাছে ত্রাতা হয়ে দেখা দিল মেট্রো। ধর্মতলায় সমাবেশ চলাকালীন ভিড়ের চাপ সামলে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এবং হাওড়া ময়দান-এসপ্লানেড পথে মেট্রো সচল থাকায় যাত্রীদের দুর্ভোগ এ দিন মাত্রাছাড়া হয়নি। এ দিন দুপুর ৩টে পর্যন্ত উত্তর-দক্ষিণ মেট্রোয় ৩ লক্ষ ৯০ হাজার যাত্রী সফর করেছেন। যা গড়পরতা দিনের তুলনায় অন্তত দেড় লক্ষ বেশি। ওই একই সময়ের মধ্যে হাওড়া ময়দান-এসপ্লানেড পথে যাত্রী-সংখ্যা ছিল ৪০ হাজারেরও বেশি। যা সপ্তাহের অন্য দিনের তুলনায় অন্তত ১৫ হাজার বেশি বলে জানাচ্ছেন মেট্রোর আধিকারিকদের একাংশ।

    তৃণমূলের সমাবেশ উপলক্ষে এ দিন সকাল থেকে রাস্তায় বাস-সহ অন্যান্য গণপরিবহণ কার্যত উধাও হয়ে যায়। ফলে সকালের প্রথম মেট্রো থেকেই এ দিন ভিড় উপচে পড়ে। সকাল ৮টার কিছু পরে হাওড়া থেকে ধর্মতলা অভিমুখে বাস চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। ফলে হাওড়া ময়দান-এসপ্লানেড পথে ভিড় বাড়তে শুরু করে। সকাল ১০টা বাজতে না বাজতেই সেই ভিড় চরমে ওঠে।

    নিত্যযাত্রীরা ছাড়াও ধর্মতলায় সমাবেশে আসা দূর-দূরান্তের কর্মী-সমর্থকদের একাংশও গঙ্গার নীচে মেট্রো সফর করতে মেট্রোয় চড়েন। কেউ কেউ দ্রুত ফেরার তাগিদে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরেন। আবার, বাইরের ভ্যাপসা গরম থেকে বাঁচতে সমাবেশে আসা সমর্থকদের একাংশ সাময়িক স্বস্তির জায়গা হিসাবে বেছে নেন মেট্রো স্টেশন চত্বরকেই। এসপ্লানেড এবং চাঁদনি চক স্টেশনে সেই ভিড় ভাল সংখ্যায় চোখে পড়েছে।

    পরিস্থিতি মোকাবিলায় এ দিন মেট্রো কর্তৃপক্ষের তরফে বাড়তি তৎপরতা ছিল। এসপ্লানেড, পার্ক স্ট্রিট, চাঁদনি চক, দমদম, দক্ষিণেশ্বর, কালীঘাট, কবি সুভাষ, হাওড়া এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনে বাড়তি রক্ষী এবং কর্মী মোতায়েন করা হয়। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্লানেড এবং হাওড়া স্টেশনে যাত্রীদের জন্য নিরন্তর ঘোষণা চলেছে। পার্ক স্ট্রিট মেট্রো ভবনের কর্তারা অনেকেই গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে হাজির ছিলেন।

    এসপ্লানেড, চাঁদনি চক স্টেশনে মেট্রো রেল পুলিশকেও ভিড় নিয়ন্ত্রণে নামতে দেখা গিয়েছে। কিছু স্টেশনে কাগজের কিউআর কোডের টিকিট নিয়ে সমস্যা হওয়ায় যাত্রীদের গেট খুলে বার করা হয়। মেট্রো আধিকারিকদের দাবি, আগে থেকে পরিকল্পনা করায় সমস্যা এড়ানো গিয়েছে। তবে, দিনভর পরিষেবা নির্বিঘ্নে চললেও সন্ধ্যায় বরাহনগর স্টেশন মিনিট পাঁচেকের জন্য বিদ্যুৎহীন হয়ে পড়ে। ফলে পরিষেবা সাময়িক ব্যাহত হয়।
  • Link to this news (আনন্দবাজার)