• মুখ্যমন্ত্রীর বক্তব্যে খুশি পরিযায়ীরা
    আনন্দবাজার | ২২ জুলাই ২০২৫
  • বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে ভিন্ রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার করা হচ্ছে। গত তিন মাসে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের উপরে ভারতের বিভিন্ন রাজ্যে অন্তত একশোটি এমন ঘটনা ঘটেছে। ক্ষুব্ধ পরিযায়ী শ্রমিকেরা তাকিয়ে ছিলেন এ বিষয়ে একুশের জুলাইয়ের সভামঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, তার দিকে। সোমবার তাঁদের আঈশা পূর্ণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার, বাংলাভাষীদের উপর ভিন্ রাজ্যে অত্যাচার নিয়ে সরব হয়েছেন।

    এ দিন মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘আগামী ২৭ জুলাই নানুর দিবস। তারপরে প্রতি শনি ও রবিবার বাংলাভাষিদের উপর অত্যাচারের প্রতিবাদে মিটিং মিছিল প্রতিবাদ আন্দোলন করুন। ২৭ জুলাই শুরু হবে ভাষা সন্ত্রাসের প্রতিবাদে আন্দোলন। একেবারে নির্বাচন পর্যন্ত এই আন্দোলন মিটিং মিছিল চলবে।’’ এর পরেই দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনারা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ান। তাঁরা কোনও সমস্যায় পড়লে আমাদের জানান। পরিযায়ী শ্রমিকদেরও বলব আপনারা বাংলায় ফিরে আসুন। বাংলায় কাজের অভাব নেই। ওএনজিসি, দেওচা পাচামির মতো প্রকল্প হচ্ছে, ছ’টি আর্থিক করিডোর হচ্ছে।’’

    বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, ‘‘দিদি পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আমরা তাঁদের পাশে থাকব। দিদি লড়াই আন্দোলনের যে নির্দেশ দিয়েছেন, তা ব্লক ও শহরে পালন করা হবে।’’

    মুখ্যমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে বেঙ্গল লেবার ইউনিয়নের রাজ্যের সাধারণ সম্পাদক দুলাল শেখ বলেন, ‘‘বাংলায় পর্যাপ্ত কাজ নেই। তাই লোকজন পরিযায়ী শ্রমিকের কাজে ভিন্ রাজ্যে যান। তাই বাংলায় ফিরে আসাটা সমাধান নয়। অন্য রাজ্যও তো ভারতের অংশ। সেখানে আমরা বাংলার পরিযায়ী শ্রমিকেরা কেন কাজ করতে পারবেন না? পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে বাংলার পরিযায়ী শ্রমিকদের ভারতের যে কোনও রাজ্যে কাজ করার অধিকার সুনিশ্চিত করুক।’’ বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি মলয় মহাজন বলেন, ‘‘বিষয়টি আমাদের রাজ্য নেতৃত্ব বলবেন।’’ পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক আসিফ ফারুক বলেন, ‘‘মানুষের জীবনের অধিকার এবং জীবিকার অধিকার রাষ্ট্রকে সুনিশ্চিত করতে হবে।’’
  • Link to this news (আনন্দবাজার)