• Breaking News LIVE: রাজ্যসভার অধিবেশনে আজ যোগ দেবেন না ধনখড়
    এই সময় | ২২ জুলাই ২০২৫
  • সংসদের বাদল অধিবেশনের প্রথমদিনেই চমক। সোমবার আচমকা স্বাস্থ্যের সমস্যার কথা জানিয়ে ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন জগদীপ ধনখড়। জানা গিয়েছে, দ্বিতীয় দিনের অধিবেশনে উপস্থিত থাকছেন না তিনি। বিদায়ী ভাষণ দেওয়ারও সম্ভাবনাও কম।

    মালদা জেলাপরিষদ ভবনে অগ্নিকাণ্ড। মঙ্গলবার সাত সকালে ভবনের তৃতীয় তল থেকে ধোঁয়া বের হতে থাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে হাজির দমকল কর্মীরা। তবে আপাতত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

    ঢাকার স্কুলে বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এদিন আরও চার শিশুর মৃত্যুর খবর এল। মৃতের সংখ্যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ২৭। হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন দেড়শোর বেশি মানুষ।

    পাটনার পারস হাসপাতালে চন্দন মিশ্রের শুটআউটের ঘটনায় অভিযুক্ত আরও দু’জনের সন্ধান মিলল। পুলিশের সঙ্গে এনকাউন্টারে তাঁরা গুলিবিদ্ধ হয় বলে খবর। অভিষেক কুমার নামে অন্য এক অভিযুক্ত আহত।

    মঙ্গলবার সাতসকালে দিল্লি-এনসিআর-এ ভূমিকম্প। সকাল ছ’টা নাগাদ অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.২। এপিসেন্টার ছিল ফরিদাবাদ।

    মঙ্গলবার ভোরে বাঁকুড়ার খাতড়ায় গাড়ির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, খড়বেন এলাকায় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রতিবাদে ও ওই এলাকায় স্পিড ব্রেকার তৈরির দাবিতে সকাল ৬টা থেকে বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে ওই রাস্তায় যান চলাচল বন্ধ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলার চেষ্টা করছে।

    আজ মঙ্গলবার বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। বরং আজ জেলায় জেলায় সকাল থেকেই রোদের দেখা মিলবে। বেলা বাড়লে পশ্চিমাঞ্চলের জেলায় আকাশ আংশিক বা সম্পূর্ণ মেঘলা হয়ে বিক্ষিপ্তভাবে দুই এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গে আকাশ আংশিক বা সম্পূর্ণ মেঘলা হলেও বৃষ্টির সম্ভাবনা নামমাত্র।

    বারাণসীতে লাগাতার ভারী বৃষ্টির ফলে আরও বাড়ল গঙ্গার জলস্তর। নদীর পাশ্ববর্তী মন্দির ও বাড়ির একতলা ডুবে যাওয়ার ছবি সামনে এসেছে।

  • Link to this news (এই সময়)