• রাতের অন্ধকারে হামলা দুষ্কৃতীদের, দক্ষিণ দিনাজপুরে এলোপাথাড়ি গুলিতে আহত ব্যবসায়ী
    এই সময় | ২২ জুলাই ২০২৫
  • দক্ষিণ দিনাজপুরে রাতের অন্ধকারে ভয়াবহ ঘটনা। সব্জি ব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। দু'টি গুলি লেগেছে ওই ব্যবসায়ীর শরীরে। একটি চোয়াল ছুঁয়ে বেরিয়ে যায়। অন্যটি পিঠে লাগে। আহত ওই ব্যবসায়ীর নাম মনোজিৎ সরকার(৪২)। তিনি বুনিয়াদপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে বংশীহারী থানার গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের পরতিপাড়ায়।

    জানা গিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যবসায়ীকে প্রথমে গাজোল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরে তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ব্যবসায়ী মনোজিৎ সরকার৷ তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা নিয়ে ধন্দে পরিবার ৷

    পুলিশ জানায়, মনোজিৎ সব্জির ব্যবসার পাশাপাশি জুয়ার কারবারের সঙ্গেও যুক্ত৷ এই গুলি চালানোর ঘটনার সঙ্গে জুয়ার কারবারের যোগসূত্র থাকতে পারে বলে অনুমান ৷ এদিকে বংশীহারী ও হরিরামপুর থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

    জানা গিয়েছে, সোমবার রাতে গাজোল থেকে গাড়ি করে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। সেই সময় তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁর গাড়িতেও গুলি লেগেছে ৷ কে বা কারা গুলি চালিয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে মঙ্গলবার সকাল হতেই পরিবারের লোকজন মালদা হাসপাতালে রওনা দিয়েছেন। আহত ব্যক্তির কোনও রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

  • Link to this news (এই সময়)