• আতঙ্কের এয়ার ইন্ডিয়া, টেক অফের আগে শেষ মুহূর্তে সজোরে ব্রেক, থমকালো কলকাতাগামী বিমান
    প্রতিদিন | ২২ জুলাই ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আতঙ্ক পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার। এবার বড়সড় বিপদ ঘটার আগে পাইলটের তৎপরতায় শেষ মুহূর্তে রক্ষা পেল দিল্লি থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার AI 2403 বিমান। টেক অফের জন্য রানওয়ে ধরে ছুটতে থাকা বিমানটিকে শেষ মুহূর্তে ব্রেক কষে থামালেন পাইলটরা। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার যাত্রী সুরক্ষা।

    জানা গিয়েছে, ১৬০ জন যাত্রী নিয়ে সোমবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা দিচ্ছিল AI 2403 বিমান। রানওয়ে গতি তোলার পর হঠাৎ বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এই অবস্থায় তড়িঘড়ি সিদ্ধান্ত নেন পাইলটরা। একেবারে শেষ মুহূর্তে ব্রেক কষে থামানো হয় বিমানটি। এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটির যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। ত্রুটি শুধরে মঙ্গলবার সন্ধ্যার পর নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা দেবে বিমানটি। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে বিমানটি থামানোর পর সমস্ত যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয়। দিল্লিতে আমাদের গ্রাউন্ড সহকর্মীরা তাদের সহায়তা করেন। যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন।

    উল্লেখ্য, গতকালই সংসদে এয়ার ইন্ডিয়ার দুর্দশার ছবি তুলে ধরেছে কেন্দ্র। যেখানে জানানো হয়েছে, সুরক্ষাবিধি ভঙ্গের অভিযোগে গত ৬ মাসে ৯ বার শোকজ করা হয়েছে বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়াকে। এদিকে এই বিতর্কের মাঝেই সোমবার সকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে কোনওমতে রক্ষা পেয়েছে এয়ার ইন্ডিয়ার AI-2744-এর A320 বিমান। কোচি থেকে মুম্বইগামী বিমান অবতরণের সময় রানওয়েতে ঘটে দুর্ঘটনা। প্রবল বৃষ্টির মাঝে দুর্ঘটনাবশত রানওয়ে থেকে পিছলে যায় বিমানের চাকা। পাইলট বিমানটিকে ফের রানওয়েতে ফেরানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নেয় যে বিমানের তিনটি টায়ার ফেটে যায়। ক্ষতিগ্রস্ত হয় বিমানের ইঞ্জিন। বিমানবন্দরের কর্মীদের সহায়তায় বিমান থেকে উদ্ধার করা হয় যাত্রীদের।
  • Link to this news (প্রতিদিন)