সকাল থেকেই রোদের ব্যাটিং, আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা?
বর্তমান | ২২ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। গত কয়েকদিনের মতোই আজ, মঙ্গলবারও বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে শহর। সকালের দিকে রোদের দাপট থাকলেও, কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৮ ডিগ্রি। গতকাল, সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি বেশি।গত ২৪ ঘণ্টায় শহরে কোনও বৃষ্টিপাত রেকর্ড হয়নি। আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ছিল ৯৩% এবং সর্বনিম্ন ৬৮%। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন শহরে মেঘলা আবহাওয়া ও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।