• মালদা জেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বহু সরকারি নথি
    এই সময় | ২২ জুলাই ২০২৫
  • মালদা জেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ড। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই ভবনের তিন তলার জানলা থেকে ধোঁয়া বেরোতে দেখেন। তাঁরা দমকলে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা ঘণ্টা খানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। সূত্রের খবর, আগুনে বহু সরকারি নথি ও আসবাব পুডে় ছাই হয়ে গিয়েছে।

    সূত্রের খবর, এ দিন সকালে মালদা জেলা পরিষদের ইঞ্জিনিয়ারিং বিভাগে আগুন লাগে। ওই বিভাগ জেলা পরিষদ ভবনের তিন তলায়। মালদা জেলা পরিষদের একদিকে রয়েছে ইংরেজবাজার পুরসভা ও অন্য দিকে রয়েছে মালদা জেলা আদালত ও পুলিশ সুপারের বাংলো। ফলে এ দিন বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

    পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে শর্ট সার্কিট নাকি অন্য কোনও ভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত জানা যায়নি। দমকল আধিকারিক তীর্থঙ্কর দাস বলেন, ‘আমরা ফোন পেয়েই জেলা পরিষদ ভবনে যাও। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কী ভাবে আগুন লাগল তা এখনই আমরা বলতে পারছি না।’

    মালদা জেলা পরিষদের সচিব অরুণ সেনগুপ্ত বলেন, ‘সকালে ফোন পেয়েই আমি ঘটনাস্থলে আসি। মনে হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনই বলতে পারব না।’

  • Link to this news (এই সময়)