• রুটি-তরকায় আরশোলা! ভিডিয়ো ভাইরাল, অস্বীকার ধাবা মালিকের
    এই সময় | ২২ জুলাই ২০২৫
  • এই সময়, মালদা: খাবারের প্লেটে মরা আরশোলা। সেটা চোখে না পড়ায় সেই খাবার অনেকটাই খেয়ে ফেলেছেন এক ব্যবসায়ী দম্পতি। হঠাৎ করে প্লেটে আরশোলা দেখতে পেয়ে আঁতকে ওঠেন ব্যবসায়ীর স্ত্রী। শুরু হয় তুমুল হই হট্টগোল।

    পুরো বিষয়টি ব্যবসায়ী দম্পতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন (যদিও ভাইরাল হওয়ার ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময়)। গাজোল ১২ নম্বর জাতীয় সড়কের ওভারপুল সংলগ্ন একটি নামজাদা ধাবার বিরুদ্ধে খাবারে আরশোলা থাকার অভিযোগে শোরগোল পড়েছে।

    যদিও ধাবার মালিক নিখিল ঘোষ বলেন, ‘এটা ষড়যন্ত্র। যাঁরা এই ঘটনাটি ভাইরাল করেছেন, তাঁরা মদ্যপ ছিলেন। আমাদের ধারণা ইচ্ছাকৃত ভাবে এই ধাবার নাম বদনাম করতে এমন কর্মকাণ্ড ঘটানো হয়েছে।’

    ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, তরকার প্লেটে রয়েছে মরা একটি আরশোলা। ব্যবসায়ী দম্পতি বলেন, ‘রবিবার রাতে তরকা–রুটির অর্ডার দেওয়া হয়েছিল। হঠাৎ দেখি তরকার প্লেটে মরা আরশোলা। চোখে না পড়লে হয়তো এই মরা আরশোলাটি পেটে চলে যেত। বিষয়টি ধাবার কর্মচারীদের বললে, ওঁরা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে ওই ধাবার ম্যানেজার এসে ক্ষমা চান।’

    তাঁরা জানান, এই ধাবাতে প্রতিদিনই অসংখ্য মানুষ খাওয়া-দাওয়া করেন। তাই সবাইকে সতর্ক করতে ভিডিয়োটি ভাইরাল করা হয়েছে।

    এ প্রসঙ্গে খাদ্য সুরক্ষা দপ্তরের জেলা আধিকারিক প্রশান্ত বৈদিক বলেন, ‘ওই ধাবার ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখেছি। সরেজমিনে ওই ধাবাতে গিয়ে অভিযোগ খতিয়ে দেখা হবে। কোনওরকম ত্রুটি পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

  • Link to this news (এই সময়)