• দক্ষিণ দিনাজপুরে সবজি বিক্রেতাকে লক্ষ্য করে গুলি! গুরুতর জখম ব্যক্তি, তদন্তে পুলিস
    বর্তমান | ২২ জুলাই ২০২৫
  • বালুরঘাট, সংবাদদাতা: দক্ষিণ দিনাজপুরের বংশিহারি থানার দৌলতপুরে চলল গুলি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। গুলির আঘাতে জখম হয়েছেন মনজিৎ মণ্ডল(৪০) নামে এক ব্যক্তি।পুলিস সূত্রে খবর, সোমবার রাতে এই গুলি চালানোর ঘটনায় জখম ব্যক্তির বাড়ি বুনিয়াদপুর শহরের স্টেশন এলাকায়। স্থানীয় সূত্রে খবর, জখম ব্যক্তি পাইকারি সবজির ব্যবসায়ী। গতকাল রাতে বংশিহারি থানার কাতলামারী এলাকায় ছোট গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। তবে কী উদ্দেশ্যে এই গুলি চালানো হয়েছে, তা এখনও জানা যায়নি। জখম ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে মালদহের গাজোল হাসপাতাল ও পরবর্তীতে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুরো বিষয়টির তদন্তে নেমেছে পুলিস। শুধুমাত্র ডাকাতি-লুটপাট করা, নাকি এই হামলার পিছনে কোনও ব্যবসায়িক স্বার্থও জড়িয়ে রয়েছে, তার দিকে নজর রাখছে পুলিস।
  • Link to this news (বর্তমান)