ধর্মতলার সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু তৃণমূল কর্মীর
বর্তমান | ২২ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান ও সংবাদদাতা, কাঁকসা: সোমবার ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। ঘটনায় শোকের ছায়া নেমেছে কাঁকসা এলাকায়।পুলিস জানিয়েছে, মৃতের নাম মধুসূদন পাল (৬৫)। তিনি কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন। সোমবার রাতে কলকাতা থেকে বাসে চড়েই বাড়ি ফিরছিলেন তিনি। জানা গিয়েছে, বর্ধমানের নবাবহাট এলাকায় বাসটি দাঁড়িয়েছিল। মিষ্টি কিনতে রাস্তা পারাপারের সময়ই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই পুলিস এসে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে।