নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মঙ্গলবার হালিশহরের হুকুমচাঁদ জুট মিলে মর্মান্তিক দুর্ঘটনা। কাজ করার সময় মেশিনের মধ্যে ঢুকে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম ম. রুস্তম আলি (৫২)।স্থানীয় সূত্রে খবর, মৃত শ্রমিকের বাড়ি হালিশহরেই। মঙ্গলবার সকালে পাট ঘরে তিনি কাজ করছিলেন। মেশিন চালানোর সময় অন্যমনস্ক হয়ে গিয়ে কোনওভাবে মেশিনের ভেতরে ঢুকে যান। সঙ্গে সঙ্গে মেশিন বন্ধও হয়ে যায়। কিন্তু তাতে শেষরক্ষা হয়নি।জুট মিলের অন্য কর্মীরা তড়িঘড়ি তাঁকে বের করে কল্যাণী ইএসআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় জুট মিল ও আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কর্মীদের মধ্যেও তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।