• নিউটাউনের গেস্ট হাউসে দক্ষিণ দিনাজপুরের বধূর দেহ! পরকীয়া সন্দেহে স্বামীর হাতে খুন?
    প্রতিদিন | ২২ জুলাই ২০২৫
  • দিশা ইসলাম, বিধাননগর: পরকীয়ায় জড়িয়েছেন স্ত্রী! স্রেফ এই সন্দেহে বধূকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। নিউটাউনের গেস্ট হাউসে মিলল দক্ষিণ দিনাজপুরের বধূর দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। আটক করা হয়েছে মৃতার স্বামীকে।

    জানা গিয়েছে, মৃতার নাম ইতিকা মণ্ডল। তাঁর স্বামী বিশ্বজিৎ। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা তারাঁ। সোমবার নিউটাউনের সাহা মার্কেটের গেস্ট হাউসে ওঠে দম্পতি। মঙ্গলবার সকালে ওই গেস্ট হাউস থেকে ১০০ ডায়াল করা হয়। জানানো হয়, এক মহিলার দেহ উদ্ধার হয়েছে, স্বামী পলাতক। সঙ্গে সঙ্গে যুবকের মোবাইল ট্র্যাক করে পুলিশ। আটক করা হয় বিশ্বজিৎকে। এদিকে গেস্ট হাউস থেকে উদ্ধার করা হয় মহিলার দেহ। তা পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

    ঠিক কী ঘটেছিল? জানা যাচ্ছে, স্ত্রী পরকীয়ায় জড়িয়েছেন বলে সন্দেহ করত বিশ্বজিৎ। তা নিয়েই সোমবার রাতে অশান্তি চরমে ওঠে। অনুমান, তার জেরেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে গুণধর। যদিও এখনও কীভাবে খুন তা একশো শতাংশ নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বিষয়টা পরিষ্কার হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এদিকে মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদ চলছে।
  • Link to this news (প্রতিদিন)