নজরদারির পাশাপাশি গুঁড়িয়ে দেবে শত্রু সাবমেরিনকে! গার্ডেনরিচে আত্মপ্রকাশ ‘অজয়’-এর
প্রতিদিন | ২২ জুলাই ২০২৫
অর্ণব আইচ: অ্যান্টি-সাবমেরিন রণতরী ‘অজয়’ তৈরি করল কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারস (জিআরএসই) লিমিটেড ৷ সোমবার আত্মপ্রকাশ করল এই সিরিজের অষ্টম তথা শেষ যুদ্ধজাহাজটি। নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল কিরণ দেশমুখের স্ত্রী প্রিয়া দেশমুখের হাত ধরেই আত্মপ্রকাশ করল অজয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস অ্যাডমিরাল কিরণ দেশমুখ। তাঁরা ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিআরএসই-র অবসরপ্রাপ্ত চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কমোডর পিআর হরি, অবসরপ্রাপ্ত ডিরেক্টর (শিপবিল্ডিং) অভিষেক রঞ্জন প্রমুখ।
অজয়ের আত্মপ্রকাশ যেন অতীতের সঙ্গে বর্তমানকে যুক্ত করল। দেশের প্রথম দেশীয় প্রযুক্তিতে নির্মিত যুদ্ধজাহাজের নামও ছিল অজয়। ১৯৬১ সালে আত্মপ্রকাশ করেছিল সে। সেটিরও নির্মাতা ছিল জিআরএসই। এদিনের রণতরী সেই ধারারই নবতম সংযোজন। মাত্র ন’মাস আগে আত্মপ্রকাশ করেছিল যুদ্ধজাহাজ অভয়। সেটি ছিল এই সিরিজের সপ্তম যুদ্ধজাহাজ।
কতটা শক্তিশালী অজয়? ৭৭.৬ মিটার দীর্ঘ ও ১০.৫ মিটার চওড়া এই রণতরীতে রয়েছে টর্পেডো, ASW রকেট ও মাইনের মতো অস্ত্র। নজরদারি চালানোর পাশাপাশি শত্রুদের সাবমেরিনকে মুহূর্তে গুঁড়িয়ে দিতে পারে অজয়। উপকূলীয় অঞ্চলেও সমান কর্মক্ষম এই যুদ্ধজাহাজ।
এদিনের অনুষ্ঠানে ভাইস অ্যাডমিরাল কিরণ দেশমুখ উল্লেখ করেন যে, জিআরএসই দ্রুত অগ্রগতি অর্জন করেছে। এবং দেশের অন্যতম প্রধান প্রতিরক্ষা জাহাজ নির্মাণ কেন্দ্র হয়ে উঠেছে, যার ১১০টিরও বেশি যুদ্ধজাহাজ তৈরির অনন্য কৃতিত্বময় গৌরব রয়েছে।