কাশীপুরে বহুতল থেকে উদ্ধার নির্মাণ শ্রমিকের দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
প্রতিদিন | ২২ জুলাই ২০২৫
নিরুফা খাতুন: নির্মীয়মাণ বাড়ির নিচ থেকে উদ্ধার যুবকের দেহ। মঙ্গলবার সকালে কাশীপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের নাম মিঠুন মণ্ডল। বয়স ৩৭ বছর। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরে। ওই নির্মিয়মাণ বহুতলটিতে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। তবে কীভাবে ওই শ্রমিকের মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাশীপুর এলাকার রতনপুর ঘাটের কাছে ওই নির্মিয়মাণ বহুতলটিতেই থাকেন নির্মাণ শ্রমিকরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, রাতের বেলা ঘুমিয়ে থাকা অবস্থায় নীচে পড়ে যান ওই শ্রমিক। এরপর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে এই ঘটনাই যদি সত্যি হয় তাহলে প্রশ্ন উঠছে, সেখানে থাকা বাকি শ্রমিকরা বিষয়টি নিয়ে কিছুই জানতে পারেলেন কেন। তাছাড়া ওই শ্রমিককে কেনই বা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হল না। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে। সোমবার রাতে ঠিক কী ঘটেছিল তা জানতে সেখানে থাকা বাকি শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে দেহটি উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি রাতের বেলা ওই শ্রমিক ঠিক কী অবস্থায় ছিল তাও জানার চেষ্টা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ সম্বন্ধে অনেকটাই পরিষ্কার হওয়া যাবে।