• ‘এত বড় সাহস...’, খড়্গপুরে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর পোস্টার ছিঁড়ে মমতার রোষে RPF
    এই সময় | ২২ জুলাই ২০২৫
  • ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর পোস্টার ছিঁড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখে RPF। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে খড়্গপুর শহরের সাউথ সাইড এলাকায় ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির বিশাল হোর্ডিং লাগানো হয়েছিল। হোর্ডিংয়ে ছিল মুখ্যমন্ত্রীর একটি ছবি। শুক্রবার ওই হোর্ডিংটি খুলে দেয় RPF। এর পরেই তাদের সঙ্গে বচসা বাধে স্থানীয় তৃণমূল নেতাদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় রেল শহরে। ঘটনাস্থলে খড়্গপুর টাউন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘এত বড় সাহস। বাংলায় থাকবে আর আমার পোস্টার ছিঁড়বে। আমরা ধরে ফেলেছি। আপনাদেরকেও ধরতে হবে। মনে রাখবেন, সেন্ট্রাল ফোর্স বিজেপি নয় আর স্টেট ফোর্স মানেই তৃণমূল নয়। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভাবে কাজ করতে হয়।’

    স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে তীব্র অপমান করা হয়েছে। রাজ্যের মাটিতে এ ভাবে মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া যায় না বলে দাবি করেন ক্ষুব্ধ তৃণমূল নেতারা। পরে ওই হোর্ডিং যথা স্থানে লাগিয়ে দেয় পুলিশ। ওই ঘটনায় RPF-এর খড়্গপুর টাউন পোস্টের ওসি আর. পি সিনহার বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে।

    অন্যদিকে, RPF সমস্ত অভিযোগ মেনে নিয়ে ক্ষমা চেয়েছে। RPF-এর এক শীর্ষ কর্তা বলেন, ‘আমরা ভেবেছিলাম কোনও রাজনৈতিক কর্মসূচির প্রচার। সরকারি ব্যানার বলে বুঝতে পারিনি আমরা।’

    জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রীর ছবি দেওয়া কর্মসূচির হোর্ডিং খুলে মাটিতে ফেলে দেয় RPF। পরে নিজেদের ভুল স্বীকারও করে। তবে, এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।’

  • Link to this news (এই সময়)