• আলিপুরদুয়ারে ৭১টি নতুন আইসিডিএস কেন্দ্র হবে, জানালেন জেলাশাসক
    বর্তমান | ২৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: এলাকায় ৭১টি নতুন আইসিডিএস কেন্দ্র তৈরি হবে। জানালেন আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা। এই ৭১টি নতুন আইসিডিএস কেন্দ্র তৈরির জন্য খরচ হবে প্রায় সাড়ে ৯ কোটি টাকা। প্রতিটি কেন্দ্র তৈরিতে খরচ হবে ১২-১৩ লক্ষ টাকা। ঘরের জানলাগুলি হবে বাচ্চাদের উচ্চতার সমান। যাতে শিশুরা সহজেই বাইরের দৃশ্য উপভোগ করতে পারে। নতুন কেন্দ্রে ছবি আঁকার ব্যবস্থাও থাকবে।জেলার ৬টি ব্লকেই এই নতুন আইসিডিএস কেন্দ্রগুলি তৈরি হবে। তবে চা বাগান ও বনবস্তি অধ্যুষিত ব্লকগুলিতে নতুন আইসিডিএস কেন্দ্র তৈরিতে বেশী জোর দেওয়া  হয়েছে। প্রশাসন জানিয়েছে, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই নতুন ৭১টি আইডিএস কেন্দ্র তৈরির কাজ শেষ করে ফেলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে জেলায় ৩২০০টি আইসিডিএস কেন্দ্র রয়েছে। নিজস্ব ঘর রয়েছে প্রতিটি কেন্দ্রেরই।
  • Link to this news (বর্তমান)