• শিলিগুড়িতে উদ্ধার হওয়ার পরেই এল হুমকি ফোন! আতঙ্কে পরিবার
    বর্তমান | ২৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: শিলিগুড়িতে ৫৬ জন যুবতী উদ্ধারের ঘটনায় নয়া মোড়। এবার ময়নাগুড়ি ব্লকের রামশাই এলাকার এক যুবতীর পরিবারকে থ্রেট কল করার অভিযোগ উঠলো অজ্ঞাত পরিচয় দুজনের বিরুদ্ধে। ফোন পাওয়া যুবতী ৫৬ জনেরই একজন। ঘটনায় ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।সোমবার রাতে শিলিগুড়ি জিআরপি থানা থেকে ওই যুবতীকে নিয়ে এসেছিলেন তাঁর মা। আর মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে হুমকি ফোন আসা। ঘটনায় চিন্তায় পড়েছে পরিবার।যুবতী জানিয়েছেন, “আমাদের গ্রামে বেশ কিছু লোকজন এসেছিল। তারা জানিয়েছিল চাকরি দেবে। শিলিগুড়িতে তিন মাসের হোটেল ম্যানেজমেন্ট কোর্সও করিয়েছিল। সোমবার বেঙ্গালুরুর উদ্দেশ্যে আমাদের নিয়ে যাওয়ার কথা। আমরা ট্রেনে উঠেছিলাম। কিন্তু পরবর্তীতে জানতে পারলাম বিহারে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর রেল পুলিস আমাদের উদ্ধার করে।”
  • Link to this news (বর্তমান)