• মদের আসরে বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগ, চাঞ্চল্য নদিয়ায়
    প্রতিদিন | ২৩ জুলাই ২০২৫
  • সঞ্জিত ঘোষ, নদিয়া: মদের আসরে বিবাদ। সেখানেই এক বন্ধুকে পিটিয়ে মারার অভিযোগ উঠল দুই বন্ধুর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানা এলাকায়। মৃত ওই যুবকের নাম দেবাশিস মণ্ডল(৩১)। পুলিশ তদন্তে নেমে তুহিন হালদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। অন্য অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভীমপুর থানা এলাকাতেই তিন বন্ধু দেবাশিস মণ্ডল, তুহিন হালদার, সুকান্ত বিশ্বাসের বাড়ি। এলাকাতেই একটি ছোটখাটো ব্যবসা করতেন দেবাশিস। সোমবার মধ্যরাতে মদ্যপানের জন্য দেবাশিসকে তুহিন ও সুকান্ত ডেকেছিলেন বলে অভিযোগ। এলাকারই একটি ফাঁকা জায়গায় প্রায় রাতভর তিনজন মিলে মদ্যপান করেছিলেন বলে খবর। এরপর ভোরের দিকে দেবাশিসের সঙ্গে দুই বন্ধুর কোনও বিষয় নিয়ে বিবাদ শুরু হয়। প্রথমে হাতাহাতি হয় বলে অভিযোগ। এরপর কাছেই থাকা চ্যালাকাঠ, বাঁশ দিয়ে দুই বন্ধু দেবাশিসকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।

    দেবাশিস অচেতন হয়ে পড়লে দুই বন্ধু তাঁকে সেখানে ফেলে রেখেই পালান বলে খবর। রক্তাক্ত অবস্থায় দেবাশিসকে পরিবারের লোকজন উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে নেমে তুহিন হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর অভিযুক্তের খোঁজেও তল্লাশি চলছে। নিছকই বচসার জেরে খুন? নাকি পরিকল্পনা করে এই খুন করা হয়েছে? ব্যবসায়িক কি কোনও বিষয় এই ঘটনার সঙ্গে জড়িয়ে? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ সব দিক খতিয়ে দেখছে।
  • Link to this news (প্রতিদিন)