• বিন্দোলের ভৈরবী মন্দির সংস্কারে ৬৯ লক্ষ টাকা বরাদ্দ, কাজ শুরু শীঘ্র
    বর্তমান | ২৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: হেরিটেজ স্থাপত্য ভৈরবী মন্দির সংস্কারে ৬৯ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্যের ডিরেক্টরেট অব আর্কিওলজি অ্যান্ড মিউজিয়ামস বিভাগ। শীঘ্রই সমীক্ষা চালিয়ে সংস্কারের কাজে হাত দেবে প্রশাসন। তবে এই গোটা সংস্কার কাজ করতে হবে মন্দিরের প্রাচীনত্ব বজায় রেখে। এমনই তথ্য জানা গিয়েছে উত্তর দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তর সূত্রে। 

    উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী বিন্দোল এলাকায় প্রায় পাঁচশো বছরের পুরনো এই মন্দির। মজে যাওয়া কাঞ্চন নদীর ধারে অবস্থিত এই মন্দির বিন্দোল ভাতুরিয়ার জমিদার গণেশ নারায়ণের অধীনে ছিল। তিনি শিবভক্ত ছিলেন। তাঁর উদ্যোগে বিন্দোলে ভৈরবী মন্দির প্রতিষ্ঠিত হয় বলে কথিত আছে। যদিও এব্যাপারে নানাজনের নানা মত রয়েছে। ইট, চুন ও সুড়কি দিয়ে গড়ে ওঠা মন্দিরটি জুড়ে টেরাকোটার কাজ, নির্মাণশৈলীর পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্যময় ইতিহাস। মন্দির প্রতিষ্ঠা, মন্দিরে পূজিত ভৈরবী মূর্তি সবকিছু নিয়েই কথিত আছে নানা কাহিনী। যা নিয়ে উৎসাহের শেষ নেই ইতিহাসপ্রেমী মানুষের মধ্যে। 

    এই মন্দিরই বয়সের ভারে দিন দিন জরাজীর্ণ হয়ে পড়েছে। ভেঙে পড়ছে টেরাকোটার কারুকাজ। যার জন্য স্থানীয় মানুষজন থেকে বিভিন্ন মহল মন্দিরটির সার্বিক সংস্কারের দাবি তুলেছেন বিভিন্ন সময়ে। এরপরই এব্যাপারে শুরু হয়েছে প্রশাসনিক উদ্যোগ। 

    জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভম চক্রবর্তীর বক্তব্য, রাজ্যের ডিরেক্টরেট অব আর্কিওলজি অ্যান্ড মিউজিয়ামস বিভাগ অর্থ বরাদ্দ করেছে। শীঘ্রই পূর্তদপ্তর সংস্কারের কাজে হাত দেবে। সেই সঙ্গে তাঁর সংযোজন, যেহেতু ঐতিহ্যবাহী স্থাপত্য, তাই প্রাচীনত্ব অক্ষুণ্ণ রেখে সংস্কারের কাজ হবে।
  • Link to this news (বর্তমান)