গাজোলের গোরুহাটিতে সার্কাস, দর্শকদের মাতিয়ে রাখছেন দক্ষিণ আফ্রিকার জিমন্যাস্টরা
বর্তমান | ২৩ জুলাই ২০২৫
মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: মালদহের গাজোলের গোরুহাটিতে একমাসব্যাপী সার্কাস শুরু হয়েছে। সম্প্রতি সেই সার্কাস উদ্বোধন করেন গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যরা।
সার্কাস মাতাচ্ছেন দক্ষিণ আফ্রিকার জনাপাঁচেক জিমন্যাস্ট। তাঁরা বিভিন্ন খেলা দেখিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। পাশাপাশি নজর কেড়েছেন অন্য শিল্পীরাও। কেউ মাটি থেকে কয়েক ফুট লাফিয়ে তাক লাগাচ্ছেন, আবার মহম্মদ রফিক শেখ জল দিয়ে শিঙি মাছ গিলে আবার বের করে দর্শকদের মন জিতে নিয়েছেন। প্রতিদিন তিনটি শোয়ে সব আসন প্রায় ভর্তি হয়ে যাচ্ছে বলে সার্কাস কর্তৃপক্ষ জানিয়েছে।
ম্যানেজার মোল্লা সাদেক রহমান (হ্যাপী) বলেন, সার্কাস আমাদের জীবন। রাজ্য সরকার স্থানীয় শিল্পীদের সহযোগিতা না করলে এই সার্কাস শিল্প একদিন হারিয়ে যাবে। আমরা দেশের বিভিন্ন প্রান্তে যাই। প্রায় ৬০ জনের টিম নিয়ে গাজোলে এসেছি। তার মধ্যে রয়েছেন ২৩ জন শিল্পী। দক্ষিণ আফ্রিকা থেকে টিম এসেছে। মাছের খেলা যিনি দেখান, বলতে গেলে তিনি জীবন বাজি রেখেই দর্শকদের আনন্দ দেন। এজন্য তাঁকে দিনভর না খেয়ে থাকতে হয়। এছাড়াও ডবল শাড়ি, খাঁচার মধ্যে সাইকেল চালানো সহ ২০ ধরনের খেলা রয়েছে।
দক্ষিণ আফ্রিকা থেকে এসেছে হ্যারিসনসেইড মার্ক। তিনি পাঁচজনের জিমনাস্ট দলের নেতা। হিন্দিতে বলেন, গাজোল খুব ভালো জায়গা। এখানকার পরিবেশ ভালো। জিমন্যাস্টিক দেখাচ্ছি। আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই। দর্শকদের মনোরঞ্জন করছেন জিমনাস্টরা।-নিজস্ব চিত্র