সংবাদদাতা, বোলপুর: আজ, বুধবার আগ্রহী দর্শনার্থীদের নিয়ে শান্তিনিকেতনের আশ্রম চত্বরে হেরিটেজ ওয়াকের ট্রায়াল শুরু করবে বিশ্বভারতী। মূল হেরিটেজ ওয়াক শুরুর আগে প্রস্তুতি হিসেবে এদিন সকালে সাপ্তাহিক উপাসনার পর ট্রায়াল হবে। উপস্থিত থাকবেন উপাচার্য প্রবীরকুমার ঘোষ সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিকরা। মঙ্গলবার বিজ্ঞপ্তি মারফত একথা জানিয়েছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ।
করোনা পর্ব থেকেই পর্যটক ও দর্শনার্থীদের জন্য বিশ্বভারতীর ক্যাম্পাস বন্ধ ছিল। নতুন উপাচার্য প্রবীরবাবু দায়িত্ব নেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, রবীন্দ্রচিন্তা ও স্থাপত্য দর্শনের সুযোগ সবার জন্য খুলে দিতে হেরিটেজ ওয়াকের ভাবনা। সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে জোর প্রস্তুতি শুরু হয় ক্যাম্পাসে। মোরামের রাস্তা তৈরি শেষ হতেই বিষয়টি পরীক্ষামূলকভাবে দেখার জন্য কর্তৃপক্ষ ট্রায়ালের উদ্যোগ নিয়েছে বলে জনসংযোগ আধিকারিক জানিয়েছেন।
বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, ইউনেস্কোর নির্দেশিকা মেনে আশ্রম এলাকার ঐতিহ্য, স্থাপত্য ও প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুন্ন রেখে হেরিটেজ ওয়াকের রাস্তা তৈরি হচ্ছে। মৃণালিনী আনন্দ পাঠশালা থেকে শুরু করে চৈত্যবাড়ি হয়ে ছাতিমতলা পর্যন্ত এল আকৃতির একটি পথ নির্মাণ হচ্ছে। মোরামের উপর ছোট সিমেন্টের স্ল্যাব বসিয়ে ওই রাস্তা তৈরি করা হচ্ছে। রাস্তার কাজ সম্পন্ন হওয়ার পর সৌন্দর্যায়নের জন্য ফুলগাছও বসানো হবে। এছাড়া উপাসনা গৃহ সংলগ্ন রাজ্য সরকারের রাস্তায় যানজট এড়াতে শুধুমাত্র হেঁটে চলার জন্য নতুন একটি পথ তৈরি হচ্ছে। সেটি সুবর্ণরেখা মোড় থেকে রবীন্দ্রভবন পর্যন্ত যাবে। জনসংযোগ আধিকারিক বলেন, প্রাথমিকভাবে সপ্তাহে একদিন গাইডের মাধ্যমে ক্যাম্পাস পরিদর্শনের সুযোগ পাবেন পর্যটকরা। ভবিষ্যতে দর্শনার্থীর সংখ্যা ও আগ্রহের নিরিখে এই ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। তবে টিকিটের মূল্য কত হবে তা এখনও কর্তৃপক্ষ স্পষ্ট করেনি। নিজস্ব চিত্র