আড়ষায় পুলিসের মারে যুবকের মৃত্যুর অভিযোগ ঘিরে ১২ ঘণ্টা বন্ধের ডাক
বর্তমান | ২৩ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুলিসের মারধরে যুবকের মৃত্যুর অভিযোগ ঘিরে এবার ১২ঘণ্টা বন্ধের ডাক দিলেন গ্রামবাসীরা। বুধবার আড়ষা ব্লকজুড়ে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে। বন্ধের সমর্থনে মঙ্গলবার এলাকায় মাইক নিয়ে প্রচারও করা হয়। বাজারের সমস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বন্ধ পালনের আহ্বান জানানো হয়েছে।
১৯জুলাই আড়ষার বাসিন্দা বিষ্ণু কুমারের(৩৪) অস্বাভাবিক মৃত্যু হয়। তাঁর পরিবারের অভিযোগ, ১৬জুলাই বিষ্ণুকে মোবাইল চোর সন্দেহে থানায় তুলে নিয়ে যাওয়া হয়। থানায় তাঁর উপর নির্যাতন চালানোয় বাড়ি ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। খাওয়াদাওয়া বন্ধ করে দেন। গত শনিবার ওই যুবকের মৃত্যু হয়। ওইদিন রাতেই স্থানীয়রা যুবকের দেহ নিয়ে থানায় বিক্ষোভ দেখান। পরিবারের দাবি, থানায় অভিযোগপত্র জমা নেওয়া হয়নি। রবিবার ইমেল মারফত বিষ্ণুর ভাই সুমন কুমার থানায় অভিযোগ জানান।
ঘটনার পর থেকেই যুবকের পরিবার সহ আড়ষার বাসিন্দারা ক্ষোভে ফুঁসতে থাকেন। রবিবার দেহের ময়নাতদন্ত হলেও পরিবারের তরফে এখনও দেহ গ্রহণ করা হয়নি। ওই যুবকের বউদি মালতি কুমার সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক অভিযোগ তোলেন। তিনি বলেন, থানার তরফে টাকা দিয়ে বিষয়টি মিটমাট করে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমরা সাফ জানিয়ে দিই, হয় মানুষটাকে ফিরিয়ে দিন, নাহলে বিচার দিন। পুলিস অবশ্য নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে। মৃতের পরিবারকে নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। পরিবারের তরফে ফের ময়নাতদন্তের দাবি জানানো হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে রেখে জেলার পুলিস সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কোনও নির্যাতনে নয়, হৃদপিণ্ড, ফুসফুস ও লিভারের অসুস্থতায় বিষ্ণুর মৃত্যু হয়েছে।
তবে এসপি’র এই দাবি মানতে নারাজ যুবকের পরিবার সহ আড়ষার বাসিন্দারা। বিষ্ণু কুমারের দেহের ফের ময়নাতদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাঁরা বুধবার ১২ঘণ্টা বন্ধের ডাক দিয়েছেন।
সিপিএমের যুব সংগঠনের সম্পাদক চিরঞ্জিৎ মুখোপাধ্যায়, এলাকার বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি পার্থ মাহাত বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে এলাকার সমস্ত মানুষ বিষ্ণুর মৃত্যুর বিচার চাইছেন। সেকারণে দলমতনির্বিশেষে তাঁরা ১২ঘণ্টা বনধের আহ্বান জানিয়েছেন।