নির্মীয়মাণ বহুতলের নীচ থেকে শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
বর্তমান | ২৩ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালে কাশীপুর থানা এলাকার কাশীশ্বর চ্যাটার্জি লেনে চাঞ্চল্যকর ঘটনা। একটি নির্মীয়মাণ আবাসনের পাশ থেকে উদ্ধার হল এক শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ। মৃতের নাম মিঠুন মণ্ডল (৩৭)। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা তিনি। রাতে নির্মীয়মাণ ওই বহুতলের দোতলায় শুয়েছিলেন তিনি। ঘুমের মধ্যেই তিনি নীচে পড়ে যান বলে পুলিসের প্রাথমিক অনুমান। সকালে অন্য শ্রমিকরা রক্তাক্ত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে পুলিসে খবর দেন। তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে কাশীপুর থানার পুলিস। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক রিপোর্টে পুলিসের অনুমান, দুর্ঘটনাবশত পড়ে গিয়েই মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। অন্যান্য শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করে পুলিস জেনেছে, কলকাতায় কাকার সঙ্গে কাজ করতে এসেছিলেন মিঠুন। তাঁর কাকা সম্প্রতি বিষ্ণুপুরে ফিরে যান। রাতে নিয়মিত মদ্যপান করতেন ওই ঠিকা শ্রমিক। নেশাগ্রস্ত অবস্থাতেই দুর্ঘটনাবশত তিনি দোতলা থেকে পড়ে যান বলে অনুমান পুলিসের।