• কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার মানিকতলায়
    বর্তমান | ২৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মানিকতলা থানা এলাকায় একটি বাড়ি থেকে নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। মৃতার বয়স ১৭ বছর। সে টাকি গার্লস স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। সোমবার সন্ধ্যায় তার ঘর থেকে কোনও সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভাঙা হয়। এরপর সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় নাবালিকাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানিকতলা থানার পুলিস। নাবালিকাকে উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। লালবাজার সূত্রের খবর, কয়েকমাস আগে নাবালিকার বাবার মৃত্যু হয়। তারপর থেকে মানিকতলায় মামার বাড়িতে থাকছিল ছাত্রী। পাশাপাশি অবসাদেও ভুগছিল সে। তার জেরে আত্মহত্যা বলে অনুমান পুলিসের। 
  • Link to this news (বর্তমান)