নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কাজ করার সময় মেশিনে পিষে মৃত্যু হল এক জুটমিল কর্মীর। মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হালিশহরের হুকুমচাঁদ জুট মিলে। মৃত কর্মীর নাম রুস্তম আলি (৫২)। হালিশহরেই তাঁর বাড়ি। অন্যদিনের মতো এদিনও সকালে কাজ শুরু করেছিলেন শ্রমিকরা। সকাল ন’টা নাগাদ এক নম্বর পাট ঘরে এই দুর্ঘটনাটি ঘটে। চলন্ত মেশিন টেনে নিয়ে পিষে দেয় রুস্তমকে। তা দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে মেশিন বন্ধ করে রুস্তমকে উদ্ধার করা হয়। সহকর্মীরা তাঁকে কল্যাণী ইএসআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃত ব্যক্তির বউদি জাহিরুন্নেসাও এই জুট মিলে কাজ করেন। তিনি বলেন, আমি পাঁচ নম্বর পাটঘরে কাজ করছিলাম। আমার দেবর রুস্তম ছিলেন এক নম্বর পাট ঘরে। সকাল ন’টায় টিফিনের ছুটি হয়। সেসময় বাইরে বেরিয়েছিলাম। তখনই চারদিকে চিৎকার শুনে এগিয়ে যাই। জানতে পারি রুস্তম মেশিনে ঢুকে গিয়েছেন। পুরো পিশে দিয়েছে মেশিন।
তবে হঠাৎ কীভাবে রুস্তমকে চলন্ত মেশিন টেনে নিল, সেটা বুঝে উঠতে পারছেন না মৃতের সহকর্মী শ্রমিকরা। তাঁরা বলেন, এতদিনের কর্মী, অভিজ্ঞ। তারপরেও এই দুর্ঘটনার শিকার কীভাবে হলো, তা আমাদের বোধগম্য হচ্ছে না। এদিকে এই ঘটনার পর উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকরা জুটমিলে বিক্ষোভ দেখান। পরে পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।