নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্নান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বধূর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গোবরডাঙার গণদ্বীপায়ন এলাকায়। মৃতার নাম অপর্ণা রায়বিশ্বাস (৩৩)। পুলিস দেহটি উদ্ধার করে বারাসত হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোবরডাঙার গণদ্বীপায়ন এলাকাতেই বাড়ি মৃত অপর্ণা রায়বিশ্বাসের। বাড়িতে তাঁর শ্বশুর, শাশুড়ি, ১১ বছরের ছেলে ছিল। স্বামী উপানন্দ রায় কাজে গিয়েছিলেন। বাড়ির কাজকর্ম সেরে অপর্ণা গিয়েছিলেন স্নান করতে। কিন্তু ট্যাপ কলের লোহার হাতল ঘোরাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন তিনি। তাঁর পড়ে যাওযার শব্দ শুনে শ্বশুর, শাশুড়ি ও ছেলে চলে আসেন।
এরপর প্রতিবেশীরাই ওই বধূকে উদ্ধার করে নিয়ে যান হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার স্বামী উপানন্দ রায় বলেন, টয়লেটের ভিতরে জল তোলার মোটর পাম্পে কোনওভাবে শর্ট সার্কিট হয়ে এই ঘটনা ঘটেছে।