• মামাবাড়িতে এসে ভাগ্নের রহস্যমৃত্যু
    বর্তমান | ২৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, বসিরহাট: মামাবাড়িতে বেড়াতে এসে ভাগ্নের রহস্যমৃত্যু। ঘটনাটি ঘটেছে  হিঙ্গলগঞ্জের আমবেড়িয়া এলাকায়। কয়েকদিন আগে দুলদুলি গ্রাম পঞ্চায়েতের ছোট সাহেবখালির বাসিন্দা সুব্রত মণ্ডল (২৭) স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের এক নম্বর আমবেড়িয়ায় তার ছোটমামা হরেকৃষ্ণ মণ্ডলের বাড়িতে বেড়াতে আসেন। হরেকৃষ্ণ মন্ডল একুশে জুলাইয়ের মিটিংয়ে গিয়েছিলেন। এদিকে, সেদিন তাঁর স্ত্রী ও কন্যা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ফলে সুব্রত মণ্ডল রাতে একাই মামাবাড়িতে ছিলেন। কিন্তু সকাল হলে ডাকাডাকি করেও সুব্রতর কোনও সাড়া পাওয়া যায়নি। তখন ঘরের ভিতরে গিয়ে দেখা যায়, তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। এরপর পুলিস এসে মৃতদেহটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য দেহ বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)