টিফিনের পরেই দাবা নিয়ে বসে যাচ্ছে ছাত্রছাত্রীরা, জয়নগরের প্রাথমিক স্কুলে বিপুল উৎসাহ
বর্তমান | ২৩ জুলাই ২০২৫
সংবাদদাতা, বারুইপুর: ছাত্রছাত্রীরা বুদ্ধিতে তুখোড় হবে, কেউ না কেউ সুযোগ পাবে রাজ্যস্তরের দাবায়। তাই জয়নগরের প্রাথমিক স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের দাবা শেখাবেন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক- শিক্ষিকারা। ইতিমধ্যেই কয়েকটি স্কুলে প্রাথমিকভাবে চালুও হয়েছে পড়ুয়াদের দাবা খেলা শেখানো।
এনিয়ে জয়নগর উত্তর ও জয়নগর চক্রের স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ বলেন, আমার চক্রের সব স্কুলে এটা হবে। প্রাথমিকভাবে ৫০টি স্কুলের শিক্ষকদের নিয়ে ওয়ার্কশপ করা হয়েছে। তাঁরাই স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের দাবা খেলা শেখাবেন। পরবর্তী কালে অন্য শিক্ষকদের নিয়েও এই ব্যাপারে ওয়ার্কশপ করা হবে। ছাত্রছাত্রীরা তা শিখে পরবর্তীকালে জেলা, রাজ্যস্তরে খেলার সুযোগ পাবে। এর ফলে ভালো খেলোয়াড় উঠে আসবেই। পড়ুয়াদের বুদ্ধিরও বিকাশ ঘটবে দাবা খেলার ফলে।
জয়নগর উত্তর চক্রে ৫৬টি প্রাথমিক স্কুল আছে। আর জয়নগর চক্রে আছে ৮২টি প্রাথমিক স্কুল। সম্প্রতি নিমপীঠে প্রাথমিক স্কুলের শিক্ষকদের নিয়ে একটি ওয়ার্কশপও হয়েছে। প্রতি স্কুলে দাবা বোর্ড, ঘুঁটি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জয়নগরের রঘুনাথপুর সর্দারচক এফপি স্কুল, বকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, মনিরতট ২ নম্বর এফপি স্কুল, বনমালিপুর জুনিয়র বেসিক স্কুলে পড়ুয়াদের দাবা খেলা শেখানো হয়েছে। রাজা, গজ, মন্ত্রী– এইসব নিয়ে খেলতে পেয়ে পড়ুয়ারাও খুব খুশি। টিফিনের পরে এক ঘণ্টা চলছে খেলা।
এক শিক্ষক বলেন, ছাত্রছাত্রীদের কাছ থেকে খেলা যেন হারিয়ে গিয়েছে। অনেক স্কুলে মাঠের অভাব। খেলার সুযোগ পায় না পড়ুয়ারা। এদের কথা ভেবে স্কুল পরিদর্শক এমন চিন্তাভাবনা করেছেন। এই প্রয়াসকে সাধুবাদ দিতেই হয়। পড়ুয়াদের মধ্যেও দাবা খেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। তারা টিফিন খেয়েই দাবার বোর্ড চেয়ে নিয়ে বন্ধুর সঙ্গে খেলতে বসে যাচ্ছে। নিজস্ব চিত্র