• নাবালককে ধারালো অস্ত্রের কোপ, চাঞ্চল্য
    বর্তমান | ২৩ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: নাবালকের উপর ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল বারুইপুরে। মঙ্গলবার বারুইপুর থানার  অন্তর্গত মল্লিকপুর গণিমার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মোঃ তানভির নামে ওই নাবালক বাড়ি ফিরছিল। সেই সময় তার উপর দুজন হঠাত্ই চড়াও হয় বলে অভিযোগ। এরপর ওই দুজন ধারালো অস্ত্র বের করে ওই নাবালককে একের পর এক কোপ মারতে পারে শুরু করে। চেঁচামেচিতে আশেপাশের লোকজন চলে এলে সেখান থেকে পালিয়ে যায় দুই হামলাকরী। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই নাবালককে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে যায়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করেন। কী কারণে এই হামলা, তা জানতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিস। হামলাকারীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)