সংবাদদাতা, বারুইপুর: এটিএম কাউন্টারে ঢুকে টাকা তুলে দেওয়ার জন্য সাহায্য করার অছিলায় প্রতারণা। আসল এটিএম কার্ড নিয়ে গ্রাহক বৃদ্ধের হাতে নকল এটিএম কার্ড ধরিয়ে দিয়ে এক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারুইপুরের চম্পাহাটির একটি এটিএম কাউন্টারে। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অসহায় বৃদ্ধ শিবপ্রসাদ চক্রবর্তী। বারুইপুর থানার পুলিস এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে কয়েকদিন আগে। সেই বৃষ্টিভেজা দিনে স্থানীয় এটিএম কাউন্টারে টাকা তুলতে যান শিবপ্রসাদবাবু। বয়সজনিত কারণে কার্ড ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছিলেন তিনি। তখন এক অচেনা ব্যক্তি এগিয়ে এসে তাঁকে সাহায্য করার প্রস্তাব দেন। এরপর শিবপ্রসাদবাবু নিজের এটিএম কার্ড তুলে দেন ওই ব্যক্তির হাতে। অভিযোগ, টাকা না উঠলেও সেই ব্যক্তি একই ধরনের একটি নকল এটিএম কার্ড বৃদ্ধের হাতে দিয়ে বলেন, সিস্টেমে সমস্যা হচ্ছে। এখন টাকা উঠবে না। তারপরে বৃদ্ধ বাড়ি ফিরে যান। কিন্তু বাড়ি গিয়ে তিনি দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে একের পর এক দফায় টাকা উঠে যাচ্ছে। কয়েক দিনের মধ্যে এক লক্ষ টাকা খোয়া যায় অ্যাকাউন্ট থেকে। এরপরেই তিনি থানায় এসে অভিযোগ করেন। শিবপ্রসাদবাবু বলেন, বয়স হয়েছে। প্রযুক্তি ভালো বুঝতে পারি না। সেইদিন বৃষ্টি হচ্ছিল, মাথা কাজ করছিল না। লোকটাকে বিশ্বাস করে ফেলি। বুঝতে পারিনি, আমার সারা জীবনের সঞ্চয় নিয়ে পালিয়ে যাবে।