• পাইপের সংযোগের সময় জল উপচে বিপত্তি কামালগাজিতে
    বর্তমান | ২৩ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে পাইপলাইনের মাধ্যমে জল পাঠানোর পরীক্ষার সময় ঘটল বিপত্তি। মঙ্গলবার কামালগাজিতে নরেন্দ্রপুর থানার সামনে মাটির নীচে বসানো দুই পাইপের সংযোগস্থল থেকে জল বেরিয়ে এল উপরে। ফলে নিমেষে ওই রাস্তায় জল জমে যায়। ঘটনাটি জানতে পেরেই মহামায়াতলার ওই পরিশোধন কেন্দ্রের জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এর ফলে সমস্যায় পড়তে হয় নরেন্দ্রপুর থানাকে। পুলিসকর্মীদের গাড়ি নিয়ে চলাফেরাও কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। রাজপুর সোনারপুর পুরসভা সূত্রে জানা গিয়েছে, যে অংশ দিয়ে জল মাটি ভেদ করে বেরিয়ে এসেছে, সেখানে পাইপ সংযোগের কাজ অসম্পূর্ণ ছিল। তাই জলের চাপে এই ঘটনা ঘটেছে। পুরকর্মীরা সংযোগকারী অংশের মেরামত শুরু করে দিয়েছেন। আজ, বুধবারের মধ্যে তা সম্পূর্ণ হবে বলে জানা গিয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)